‘পান্তা ভাতের কুন্ডু’কে দেখলে এখন চেনা ভার, লকডাউনে ভাইরাল দীপান্বিতার নাচের ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পান্তা ভাতের কুন্ডুকে সবার মনে আছে নিশ্চয়ই। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের (dance bangla dance) ক্ষুদে প্রতিযোগী ছিল সে। আসল নাম দীপান্বিতা কুন্ডু (dipanwita kundu) হলেও শোয়ের অন‍্যতম বিচারক মিঠুন চক্রবর্তী ভালবেসে পান্তা ভাতের কুন্ডু বলেই ডাকতেন তাকে। তারপর সেই নামটাই জনপ্রিয় হয়ে যায়।


ডান্স বাংলা ডান্সের ষষ্ঠ সিজনের প্রতিযোগী ছিল দীপান্বিতা। তখন তার বয়স চার কি পাঁচ। শো শেষ হওয়ার পর তেমন ভাবে আর পর্দায় দেখা যায়নি তাকে। তবে এই ক বছরে নিজের নাচের দক্ষতায় আরও শান দিয়েছে সে। নিয়মিত অনুশীলন করে এখন আরও পটু হয়ে উঠেছে নাচে।

https://youtu.be/CaurOqTWCMQ

লকডাউনের কারনে সব সিরিয়ালের শুটিং বন্ধ থাকায় এখন পুরনো শো গুলোই আবার ও সম্প্রচারিত হচ্ছে। পুনঃসম্প্রচার শুরু হচ্ছে ডান্স বাংলা ডান্সেরও। তাই আবার নতুন করে সংবাদ শিরোনামে উঠে আসছে দীপান্বিতা। এখন তাঁকে কেমন দেখতে হয়েছে, নাচেই বা কতটা দক্ষ হল সেই নিয়ে কৌতূহলও দেখা দিয়েছে সবার মনে।

https://youtu.be/0ZQt82GdhYg

সেই ছোট্ট দীপান্বিতা এখন অনেকটাই বড়। তবে তার নাচ আগের থেকে অনেক বেশি পরিপক্ক হয়েছে। এক্সপ্রেশনে এখনও সে সেরা। একটি ইউটিউব চ‍্যানেলও খুলেছে দীপান্বিতা। সেখানে মাঝে মাঝেই নিজের নাচের ভিডিও পোস্ট করে সে। লকডাউনে নতুন করে ভাইরাল হয়েছে দীপান্বিতার ডান্স ভিডিও।

সম্পর্কিত খবর

X