মমতার ১৪ তলা নবান্ন দখল করবে সিপিএম! বামেদের মিছিল থেকে হুঙ্কার দীপ্সিতার

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে তৃণমূল এবং বিজেপি, দুই দলকেই একই আসনে বসালেন। আবার অপরদিকে লোকসভা, বিধানসভা এবং নবান্ন যে ভবিষ্যতে সিপিএমের (Cpim) দখলে আসবে ল, সেই প্রসঙ্গেও মত রাখলেন! তিনি দীপ্সিতা ধর (Dipsita Dhar)। এসএফআইয়ের (SFI) ছাত্র সমাবেশ থেকে এভাবেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে একযোগে কটাক্ষ ছুড়ে দিলেন এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসে চলেছে। এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে সিপিএম। দুর্নীতির প্রতিবাদে ক্রমশই পথে নেমে চলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই।

এর মাঝেই আবার সম্প্রতি বাংলায় প্রবেশ করে এসএফআইয়ের জাঠা। এদিন তার সমাপ্তি উপলক্ষ্যে কলেজস্ট্রিটে এসএফআইয়ের তরফ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়, যেখানে বক্তৃতা দিতে উঠেই এদিন তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করলেন দীপ্সিতা ধর।

বক্তৃতা মঞ্চ থেকে এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী বলেন, “তৃণমূল এবং বিজেপি আরএসএস পরিবারের অংশ। পারিবারিক সম্পর্ক রয়েছে দুই দলের মধ্যে। ওদের বিরোধী একমাত্র বামপন্থীরা। পরবর্তী সময়ে লোকসভা থেকে বিধানসভা, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৪ তলা নবান্নও আমরা দখল করব।”

cpim logo

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাংলায় একের পরের দুর্নীতি মামলায় যখন কোণঠাসা হয়ে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই মুহূর্তে তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমে নিজেদের ক্ষমতা পুনরুদ্ধারে তৎপর সিপিএম। সাম্প্রতিক সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক আন্দোলন কর্মসূচি গড়ে তুলছে তারা। এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে চলেছে বামেদের ছাত্র যুব সংগঠন আর এর মাঝেই এদিন দীপ্সিতা ধরের গলায় নবান্ন দখলের হুঁশিয়ারি বঙ্গ রাজনীতির পরিস্থিতি উত্তপ্ত করে তুলবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর