দীপাবলীর দিনে রোশনাই হীন টলিউড, প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী (Pinaki Chaudhuri)। কালীপুজোর দিন টলিউড থেকে এল দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার রাতে বাড়িতে আনা হয়েছিল তাঁকে। সোমবার দিনই আসে খারাপ খবর। ভোর রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন পরিচালক। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাস খানেক আগেই স্বাস্থ‍্য খারাপ হতে শুরু করেছিল পরিচালকের। যদিও সে সময়ে পরিস্থিতি ততটা গুরুতর ছিল না বলেই জানান তাঁর পরিবারের সদস‍্যরা। দু সপ্তাহ আগে হঠাৎ করেই অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে গেলেও পরিচালকের স্বাস্থ‍্য পরীক্ষা করে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।

Pinaki chaudhuri
সেই মতো বাড়িতে নিয়ে আসা হয়েছিল পরিচালক পিনাকী চৌধুরীকে। কিন্তু শেষরক্ষা করা যায়নি। সোমবার ভোর রাতে নিজের লেক গার্ডেন্সের বাড়িতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন পরিচালক।

ফিল্ম জগতে কেরিয়ারের শুরুটা প্রযোজক হিসাবে হলেও পরবর্তীকালে পরিচালনায় আসেন পিনাকী চৌধুরী। দু দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। প্রথম বার ‘সংঘাত’ ছবির জন‍্য জাতীয় পুরস্কার পান তিনি। দ্বিতীয় জাতীয় পুরস্কারটি আসে ‘বালিগঞ্জ কোর্ট’ ছবির জন‍্য। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।

অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়, মমতা শঙ্কর, তনুশ্রী শঙ্কর, মিঠু চক্রবর্তী, ভাস্ব‍র চট্টোপাধ‍্যায়রা। লন্ডনে ছবিটির আউটডোর শুটিংয়ের স্মৃতি শেয়ার করেছেন ভাস্বর। অভিনেতা জানান, সেটাই ছিল লন্ডনে শুট হওয়া প্রথম বাংলা ছবি। লন্ডনের আইকনিক সব জায়গায় শুটিং করা হয়েছিল। সেসব স্মৃতি ভাগ করে পরিচালক পিনাকী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেছেন অভিনেতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর