মাত্র ৩ মাসেই বিদায় ঘন্টা, পুজোর পরে নতুন সিরিয়াল নিয়ে চমক খ্যাতনামা পরিচালকের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে সিরিয়াল (Serial) শেষ হয়ে যাচ্ছে কম দিনেই। টিআরপি কম থাকলে, দর্শকদের মন জয় করতে না পারলে অচিরেই বিদায় নিতে হয় টেলিভিশনের পর্দা থেকে। স্টার জলসায় ‘বুলেট সরোজিনী’ও শেষ হয়ে গিয়েছে মাত্র তিন মাস চলতে না চলতেই। ধুঁকতে থাকা টিআরপির জেরে পুজোর আগেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিকটি (Serial)। তবে এবার শোনা যাচ্ছে, নতুন চমক নিয়ে কামব্যাক করছেন সিরিয়ালের পরিচালক। কামব্যাক করতে চলেছেন সিরিয়ালের পরিচালক।

কম দিনেই শেষ হয়ে গিয়েছে সিরিয়াল (Serial)

বুলেট সরোজিনী পরিচালনার দায়িত্বে ছিলেন টেলিভিশনের জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছে আগের সিরিয়ালটি (Serial)। এবার শোনা যাচ্ছে, নতুন সিরিয়ালের হাত ধরে প্রযোজনার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন। তবে একটি সিরিয়াল নয়, শোনা যাচ্ছে একসঙ্গে তিন তিনটি সিরিয়ালের (Serial) প্রযোজনা করার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

Director to bring new serial after failure

কী জানালেন স্বর্ণেন্দু: টেলিপাড়ার গুঞ্জন বলছে, একাধিক চ্যানেল কর্তৃপক্ষ, অভিনেতাদের সঙ্গে নাকি কথাবার্তা বলেছেন পরিচালক। এ বিষয়ে তিনি বলেন, নতুন কাজ আসার কথা রয়েছে। আলোচনাও চলছে, তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। সঠিক সময় আসলেই সবটা জানাবেন বলে মন্তব্য করেন স্বর্ণেন্দু।

আরও পড়ুন : এখনও আকাশছোঁয়া দাম, এবার বাজার থেকে হারিয়েই যাবে ইলিশ! বড়সড় আশঙ্কা মৎস্যজীবীদের

প্রযোজনার সফল সিরিয়াল: শোনা যাচ্ছে, স্বর্ণেন্দুর আগামী সিরিয়ালে (Serial) নতুন মুখদের দেখা যাবে বলে গুঞ্জন। বেশ কিছুদিন আগেই নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন স্বর্ণেন্দু। এই সংস্থার প্রযোজিত ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রাঙা বউ’ (Serial) বেশ সফল হয়েছিল। এর মধ্যে রাঙা বউ ধারাবাহিকে অভিনয় করেছিলেন পরিচালক স্বর্ণেন্দুর স্ত্রী অভিনেত্রী শ্রুতি দাস।

আরও পড়ুন : কলকাতা সাক্ষী থেকেছে উত্থানের, ‘শাহেনশা’ হওয়ার আগে অমিতাভের বেতন কত ছিল জানেন?

শোনা যাচ্ছে, নতুন সিরিয়ালেও বড় কোনও চমক থাকতে পারে। নতুন নায়ক নায়িকাদের দেখা যেতে পারে পরবর্তী ধারাবাহিকগুলিতে। কোন চ্যানেলে কোন সিরিয়াল নিয়ে ফেরেন পরিচালক, তা জানার অপেক্ষায় রয়েছেন সকলে।