বাংলাহান্ট ডেস্ক: ভারতে বিমান যাত্রার নিয়মে আসছে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। বিমানের অভ্যন্তরে পাওয়ার ব্যাংক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত এই সিদ্ধান্ত অনুসারে, যাত্রীরা তাদের হ্যান্ড ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন, কিন্তু উড়ানের সময় কোনোভাবেই তা ব্যবহার করে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতে পারবেন না। প্রয়োজনে বিমানের মধ্যে সংবলিত নির্দিষ্ট চার্জিং পয়েন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)-র:
‘বিপজ্জনক পণ্য পরামর্শ সার্কুলার’-এর মাধ্যমে দেওয়া এই নির্দেশিকায় ডিজিসিএ জানিয়েছে, পাওয়ার ব্যাংকে ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি দ্রুত অতিরিক্ত গরম হয়ে যাওয়ার প্রবণতা রাখে। এই অতিরিক্ত তাপ কোনো কোনো ক্ষেত্রে ব্যাটারি ফেটে যাওয়া এবং আগুনের কারণ হতে পারে, যা উড়ানের সময় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এই সম্ভাব্য বিপদ থেকে সুরক্ষিত রাখতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিয়ম চালু করা হয়েছে।
আরও পড়ুন: ৭ বছর আগেও ছিলেন টেম্পো চালক! আজ বিমান কোম্পানির মালিক, চমকে দেবে শ্রবণের সাফল্যের কাহিনি
নতুন এই বিধি কার্যকর করার পাশাপাশি যাত্রী ও বিমানকর্মীদের সচেতন করতেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিসিএর নির্দেশিকায় বলা হয়েছে, বিমানের কেবিন ক্রুদের দায়িত্ব হবে যাত্রীদের এই নিয়ম সম্পর্কে অবহিত করা। একইসাথে, কোনো যাত্রীর ডিভাইস অতিরিক্ত গরম হলে, ধোঁয়া বের হলে বা পোড়া গন্ধ পেলে অবিলম্বে ক্রুদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এছাড়াও, সমস্ত বিমান সংস্থাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিমানে ব্যাটারি সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত অগ্নিনির্বাপক ও অন্যান্য সরঞ্জাম রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এই পদক্ষেপের মাধ্যমে যাত্রী ও বিমানকর্মী উভয়ের নিরাপত্তাই সমানভাবে নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শীতের আল্টিমেটাম! উত্তুরে হাওয়ায় নয়া ‘খেলা’ চলবে শনিবার অবধি: আগাম আপডেট
ভারতে এই সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে গত বছর দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো ফ্লাইটে একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন ধরে যাওয়ার ঘটনা। যদিও সে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তা ঝুঁকির বিষয়টিকে স্পষ্ট করে দেয়। উল্লেখ্য, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের মতো একাধিক দেশ ইতিমধ্যেই বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যা ভারতের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে।












