বিকিনি পরেছেন কেন? ‘পুরুষালি চেহারা’র জন‍্য কুৎসিত ট্রোলের মুখে অভিনেত্রী দিশা পারমার

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই রূপকথার স্টাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক রাহুল বৈদ‍্য (rahul baidya) এবং অভিনেত্রী দিশা পারমার (disha parmar)। প্রথমে বিগ বসের ঘরে সবার সামনে প্রেমিকাকে প্রেম প্রস্তাব দেওয়া এবং তারপর গত জুলাই মাসে স্বপ্নের বিয়ে। ‘দিশুল’ জুটির প্রতি মুহূর্তের আপডেটের জন‍্য কৌতূহলের অন্ত নেই অনুরাগীদের।

আপাতত মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন স্বামী স্ত্রী। চলতি সপ্তাহের শুরুতেই ঘুরতে গিয়েছেন তাঁরা। প্রথম থেকেই নিজেদের ভ‍্যাকেশনের টুকটাক ছবি শেয়ার করে চলেছেন দিশা। কখনো তাঁকে সুইমিং পুলে ভাসতে ভাসতে মালদ্বীপের স্পেশ‍্যাল ব্রেকফাস্ট করতে দেখা গিয়েছে, আবার কখনো সমুদ্র সৈকতে পোজ দিয়ে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী।


বিশেষ ভাবে নজর কেড়েছে দিশার বিকিনি ছবিগুলি। গোলাপি ও সাদা কালো প্রিন্টেড বিকিনি এবং শ্রাগ পরে মালদ্বীপের বিচে ধরা দিয়েছেন তিনি। বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন দিশা। এই ছবিগুলিকে ঘিরেই দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটজনতা। একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছে অভিনেত্রীকে। তাদের মতে, বিকিনিতে আরো লাস‍্যময়ী রূপে ধরা দিয়েছেন দিশা।


আবার অপর অংশ শুরু করেছে ট্রোল। তাদের বক্তব‍্য, বিকিনি বডি নেই দিশার। সবার দেখাদেখি তিনিও বিকিনি নাই পরতে পারতেন। এমনকি অনেকে পুরুষালি চেহারা বলেও ট্রোল করেছে অভিনেত্রীকে। তবে ট্রোলারদের আগেও পাত্তা দেননি দিশা, আর এবারেও তার কোনো প্রশ্ন নেই। স্বামীর সঙ্গে চুটিয়ে মালদ্বীপের মজা নিতে ব‍্যস্ত তিনি।

https://www.instagram.com/p/CUKoF0zBatT/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CUMOYn3BAms/?utm_medium=copy_link

গত বছর বিগ বসের ঘরে দাঁড়িয়েই অভিনেত্রী প্রেমিকা দিশা পারমারকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গায়ক রাহুল বৈদ‍্য। বিগ বসের ঘরেই দিশার জন্মদিনে এক বিশেষ সারপ্রাইজের ব‍্যবস্থা করেছিলেন রাহুল। নিজের সাদা টিশার্টে লাল লিপস্টিক দিয়ে লেখেন, দিশা শুভ জন্মদিন, সঙ্গে একটি হৃদয়ের চিহ্ন। শার্টের পেছনে লেখেন, ‘আমাকে বিয়ে করবে?’ ক‍্যামেরার সামনেই দিশার উদ্দেশে হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে প্রস্তাব রেখেছিলেন রাহুল বৈদ‍্য।

X