টাকা পয়সা শেষ? বিলাসবহুল গাড়ি বাদে অটোতে ঘুরছেন বলিউড অভিনেত্রী! Viral হল ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড অভিনেত্রী দিশা পাটানি প্রায় দিনই নিজের হট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই শীতের মধ্যে উত্তাপ আরও বাড়িয়ে দেন। কিন্তু এবার দিশা পাটানির এমন এক ছবি ভাইরাল হচ্ছে। সেখানে ওনাকে কোনও বিখ্যাত অভিনেত্রী না, একদম সাধারণ মানুষের মতো লাগছে। এই ছবিতে দিশা পাটানিকে কোনও বিলাসবহুল গাড়িতে না, একটি অটো রিকশায় ঘুরতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি খুব ভাইরাল হচ্ছে।

আসলে বার্সোবায় একটি অ্যাডফিল্মের শুটিংয়ে ব্যস্ত দিশা বাড়ি ফিরে আসার সময় সবাইকে অবাক করে দেন। কারণ শুটিং শেষ হওয়ার পর তিনি নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে একটি অটোতে ওঠেন। অটোতে বসে থাকা ওনার ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। ছবিতে দিশাকে কালো টপ আর ট্রাউজার পরে থাকতে দেখা গিয়েছে। আর কোভিড নিয়ম পালন করে তিনি মাস্কও পরে আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Urban Astra (@urban_astra_)

দিশার এই ছবি সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান পেজেই শেয়ার করা হচ্ছে। সবাই দিশার এই সাধারণ কাজের প্রশংসা করছে। দিশার এই অটো করে বাড়ি ফেরা সবাইকে করোনার আগে সেলিব্রেটিদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার কথা মনে করিয়ে দিচ্ছে। যেমন সারা আলী খান আগে অটো করে জিমে যেতেন।

X