বুমরার জাদুতে ‘ক্লিন বোল্ড’ দিশা!

বাংলাহান্ট ডেস্ক: ভারতে দুটো জিনিস জনপ্রিয়তার তালিকায় অন্যতম স্থান অধিকার করে রয়েছে, ক্রিকেট ও বিনোদন। দুটোর মধ্যে যোগসূত্রও দীর্ঘদিনের। আগের আমলের শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদি বা হালের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা ও হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্টানকোভিচ। দুইয়ের মধ্যে মেলবন্ধন আগে থেকেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতীয় ক্রিকেট দলের বহু তারকার নাম জড়িয়েছে বলিউড তারকাদের সঙ্গে। এবার সেই তালিকায় নাম লেখালেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। ভারতীয় ক্রিকেট দলের পেসার যশপ্রীত বুমরার ওপর মজল তাঁর মন।

হ্যাঁ ঠিকই পড়েছেন। নিজের মুখেই খোলাখুলি একথা স্বীকার করেছেন দিশা। তাঁর মতে ভারতীয় ক্রিকেট দলকে যদি কারওর জেতানোর ক্ষমতা থাকে তাহলে সেটা শুধুমাত্র বুমরারই আছে। বা এককথায় বলা যায় বুমরার জাদুতে একেবারে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন দিশা। সম্প্রতি শেষ হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের টি২০ সিরিজ। এই সিরিজে বুমরার বোলিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অভিনেত্রী।

a08ae472fde1449f771ea67b3e191628

সিরিজ চলাকালীন একটি স্পোর্টস চ্যানেলে নিজের আগামী ছবির প্রমোশনে এসেছিলেন দিশা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অনিল কাপুরও। তাঁর মত অবশ্য ভিন্ন। তিনি মনে করেন ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে একমাত্র কোহলির।

প্রসঙ্গত, চোটের জন্য বেশ কিছুদিন খেলা থেকে বিরতি নিয়েছিলেন বুমরা। কিন্তু ফিরেই প্রতিপক্ষকে বলে বলে ঘোল খাইয়েছেন তিনি। অপরদিকে দিশার আপাতত প্রচারে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘মলং’এর। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর