বাংলা হান্ট ডেস্কঃ পুলিশ টুলকিট মামলায় ২১ বছর বয়সী পরিবেশকর্মী দিশা রবিকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারীর বিরুদ্ধে সরব হয়েছে কৃষক সংগঠন আর কংগ্রেস সমেত তামাম বিরোধী দলগুলো। কংগ্রেসের মহসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেন, একজন নিরীহ বালিকাকে ভয় পাচ্ছে সরকার। রাহুল গান্ধী, শশী থারুর, অরবিন্দ কেজরীবাল আর মমতা বন্দ্যোপাধ্যায়ও এই গ্রেফতারীর বিরোধিতা করেছেন।
আরেকদিকে, বিজেপির সাংসদ পিসি মোহন কটাক্ষ করে বলেন, বুরহান ওয়ানিও ২১ বছরের ছিল। আজমল কাসাবও ২১ বছরেরই ছিল। বয়স শুধু একটা সংখ্যা মাত্র। এছাড়াও আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাগ্নি মীনা হ্যারিস সোশ্যাল মিডিয়ায় লেখেন, সরকার সমাজকর্মীদের কেন নিশানা করছে?
কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সরকারকে প্রশ্ন করে বলেন, কৃষকদের সমর্থনে থাকা ওই টুলকিট কি ভারতীয় সীমান্তে ঢুকে থাকা চীনাদের থেকেও বেশি বিপজ্জনক? বলে রাখি, দিল্লী পুলিশের সাইবার সেই সুইস পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ দ্বারা শেয়ার করা বিতর্কিত টুলকিট মামলায় গতকাল রবিবার দিশা রবিকে গ্রেফতার করেছে। গ্রেটা ওই টুলকিট ডিলিট করে দিয়েছিল। কিন্তু পুলিশ অভিযোগ করে বলেছে যে, দিশা রবি ওই টুলকিট সার্কুলেট করেছে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুলকিট মামলায় হওয়া গ্রেফতারীর বিরোধিতা করে বলেন, ভারতকে চুপ করিয়ে রাখা যাবে না। উনি ট্যুইট করে একটি কবিতাও লেখেন এই প্রসঙ্গে। আরেকদিকে, দিশার গ্রেফতারী নিয়ে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী মোদী সরকারকে কটাক্ষ করেন। উনিও সোমবার ট্যুইট করে এই প্রসঙ্গে একটি কবিতা লেখেন।