কিছুক্ষণেই কাঁপবে নবান্ন! মঙ্গলে বড় কাণ্ড ঘটাতে চলেছেন চাকরিহারারা…

Published on:

Published on:

ssc protest
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে (SSC Protest) এখনও উত্তাল রাজ্য। কারা যোগ্য, আর কারা অযোগ্য, সেই নিয়ে টালবাহানা জারি। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। আপাতত দাগি নন, এমন শিক্ষকরা চাকরিতে বহাল থাকলেও সেই সমাধান সাময়িক। এদিকে শিক্ষাকর্মীরা একেবারেই পথে বসেছেন। এই অবস্থায় যোগ্য-অযোগ্য ইস্যু ঘিরে তৈরি হওয়া দাবিগুলিকে পেশ করতে আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান।

চার দফা দাবিতে চাকরিহারাদের নবান্ন অভিযান | SSC Protest

একাধিক দাবি নিয়ে নবান্নের পথে নামবেন শিক্ষাকর্মীরা। রাজ্য সরকার ও কমিশনের কাছে তাদের দাবি, যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার নিরিখে যেই চাকরি তারা অর্জন করেছিল সেই রকম ‘যোগ্য’ ৩ হাজার ৩৯৪ জন চাকরিহারা শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে দিতে হবে।

যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফায়েড তালিকা প্রকাশের পাশাপাশি ২২ লক্ষ ওএমআর প্রকাশের দাবি চাকরিহারা শিক্ষাকর্মীদের। একইসাথে চাকরি খুইয়ে প্রায় চার মাস ধরে বেতন বন্ধ থাকার কারণে আর্থিক সমস্যা ঘিরে ধরেছে তাদের। এই পরিস্থিতি বিবেচনা করে চাকরিহারাদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার হাওড়া ময়দানে জমায়েত করে নবান্নের দিকে এগোবেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা ১১টা নাগাদ হওয়া জমায়েত মন্দিরতলা হয়ে মিছিল করে নবান্নের দিকে এগোবে।

শিক্ষাকর্মীদের এই নবান্ন অভিযান ঘিরে এদিন শহরে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা রয়েছে। মোতায়েন হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ। উল্লেখ্য, গতমাসের শেষে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মীরা। কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেও কোনও সুরাহা না হওয়ায় নবান্ন অভিযানের ডাক দেন তারা।

আরও পড়ুন: RG Kar মামলার ১ বছর পর সন্দীপ ঘোষকে নিয়ে বড় নির্দেশ আদালতের, তিলোত্তমা খুনের তদন্তে নতুন গতি?

উল্লেখ্য, প্রথমে ৩ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় সেই তারিখ পিছিয়ে ৮ জুলাই করা হয়েছে। এবার মঙ্গলের এই নবান্ন অভিযান ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, সেইদিকে নজর রয়েছে সকলের।