আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান, ‘যোগ্য’দের রুখতে নিরাপত্তায় বজ্র আঁটুনি প্রশাসনের

Published on:

Published on:

nabanna abhijan

বাংলা হান্ট ডেস্কঃ সোমে হাইভোল্টেজ নবান্ন অভিযান (Nabanna Abhijan) চাকরিহারা শিক্ষকদের। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি জানিয়ে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জমায়েত করে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। এদিকে পাল্টা যেন-তেন প্রকারে আন্দোলনকারীদের ঠেকাতে কড়া ব্যবস্থা প্রশাসনের।

নবান্ন অভিযান ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে | Nabanna Abhijan

হাওড়ার থেকে নবান্নে যাওয়ার রাস্তার চারটি পয়েন্ট বন্ধ করে দেওয়ার তোড়জোড় চলছে। বড়বড় গার্ডরেল দিয়ে রাস্তাগুলিকে একেবারে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা, শুরু হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্ত আধিকারিকরা। পুলিশের পাশাপাশি ময়দানে থাকবে র‌্যাফ, কমব্যাট ফোর্স। ব্যবস্থা রয়েছে জল কামানেরও। যাতে মাছিও গলতে না পারে সেই লক্ষ্যে গোটা এলাকায় নজরদারি চালাবে সিসিটিভি এবং ড্রোন। আকাশছোঁয়া ব্যারিকেড ও গার্ডরেল বসানো হয়েছে পুলিশের তরফে।

আন্দোলনকারীদের দাবিসমূহ

যোগ্য-অযোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশের পাশাপাশি রিভিউ পিটিশনের মাধ্য়মে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি সামনে রেখেই মূলত এদিনের কর্মসূচী এগিয়ে নিয়ে যাবেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ আন্দোলনকারীরা। তোলা হবে OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরিহারাদের চাকরি ফেরানোরও দাবিও।

উল্লেখ্য সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারানোর পর থেকেই আন্দোলন-বিক্ষোভে নেমেছেন চাকরিহারা শিক্ষকদের একটা অংশ। কারা যোগ্য, আর কারা অযোগ্য, সেই ইস্যুতে টালবাহানা জারি রয়েছে এখনও। সুপ্রিম নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তবে নয়া নিয়োগে অংশ নিতে নারাজ চাকরিহারাদের একটা বড় অংশ। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন-বিক্ষোভে নেমেছেন তারা।

আরও পড়ুন: উধাও বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী, আলিপুর চিড়িয়াখানার প্রানীর হিসেবে ভয়ঙ্কর গরমিল সামনে

গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। আপাতত দাগি নন, এমন শিক্ষকরা চাকরিতে বহাল থাকলেও সেই সমাধান সাময়িক। নতুন করে পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করার নিদান দিয়েছে শীর্ষ আদালত। তবে সেই পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে চাকরিহারা শিক্ষকদের একটা অংশ। আজ তাদের নবান্ন অভিযান।