সরকারের কথা অমান্য করে চুঁচুড়া শহর এলাকার খুলে গেল একের পর এক শপিং সিটি

বাংলাহান্ট ডেস্কঃ  সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুঁচুড়া শহর ও চুঁচুড়া মহকুমা এলাকার বুকে খুলে গেল একের পর এক শপিং সিটি। লকডাউনের চতুর্থ পর্যায়ে যেখানে একাধিক শিথিলতা ইতিমধ্যেই এনেছে কেন্দ্র তথা রাজ্য সরকার (state goverment), তেমনি স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলি থাকবে নিষিদ্ধ। দোকানপাট খোলার ক্ষেত্রে জানানো হয়েছে ছোট ছোট স্ট্যান্ড অ্যালোন দোকান নির্দিষ্ট নিয়ম মেনে খুলতে পারবে দোকান মালিকরা, তবে সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে বড় দোকান, শপিং মল বা শপিং কমপ্লেক্স।

corona 2004110303 20200412014705

বহু সংস্থা যেমন সেই কথা মেনে এখনো বন্ধ রেখেছে তাদের শপিং কমপ্লেক্সে, আবার সেই নির্দেশকে তোয়াক্কা না করে চুঁচুড়া মহকুমা ও শহরের ভিতর একাধিক শপিং সিটি এবং মাল্টি ফাংশন দোকান খোলা হচ্ছে প্রতিনিয়ত। মূলত জামা কাপড়ের যেসব বড় দোকান রয়েছে তাদের ক্ষেত্রেই দেখা গেছে এই বেনিয়ম। দোকান কেন খোলা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলে দোকানের ম্যানেজার জানান তাদের ট্রেড লাইসেন্স গার্মেন্টস এর, সেই কারণেই প্রশাসনিক অনুমতি নিয়েই নাকি খোলা হয়েছে দোকান। তবে এই বিষয়ে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি জানান, বিষয়টি তাদের জানা ছিল না, যদি সত্যিই বড় দোকান খোলা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা পুরসভার তরফ থেকে নেওয়া হবে।

Capture 14

প্রসঙ্গত, শপিং মল খোলা যাবে না, তবে মলের মধ্যে কোন অফিস থাকলে সেটি খোলা যাবে। প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন।  আগামী ২১ মে থেকে রাজ্যে সব বড় দোকান খুলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট। প্রয়োজনীয় সতর্কতা নিয়েই হকার্স মার্কেট চালু করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের অন্য অংশের সঙ্গেই এরাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন পালন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সম্পর্কিত খবর