বাংলাহান্ট ডেস্ক: মাত্র একটি সিরিয়ালই জনপ্রিয়তা তুঙ্গে তুললো দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy)। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। কিন্তু ‘করুণাময়ী রাণী রাসমণি’র দৌলতেই যে তিনি জনপ্রিয়তার শিখরে উঠেছেন তা অস্বীকার করার উপায় নেই। দীর্ঘ তিন বছর ধরে চলা সিরিয়ালে এখন রাণীমার পর্ব শেষের মুখে। এবার ইমেজ বদলাতে নতুন প্রোজেক্টে মন দেবেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া।
তবে রাণী রাসমণির জন্য খ্যাতি পেলেও এটা কিন্তু দিতিপ্রিয়ার প্রথম সিরিয়াল নয়। অনেক ছোট বয়সেই ছোটপর্দায় হাতেখড়ি হয়েছিল তাঁর। অভিনেতা যিশু সেনগুপ্তের (jisshu sengupta) সঙ্গে প্রথম একটি সিরিয়ালে অভিনয় করেন দিতিপ্রিয়া। তখন তাঁর বয়স আরো কম। শিশুশিল্পী হিসেবে খুব কম সময়েই দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি।
সিরিয়ালের নাম ছিল ‘অপরাজিত’। মা হারা দুই ভাই বোনের গল্প নিয়ে তৈরি হয়েছিল সিরিয়ালের চিত্রনাট্য। যিশুর দুই ছেলে মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া ও সোহম বসু। স্টার জলসায় ২০১১ থেকে ২০১২ পর্যন্ত চলেছিল সিরিয়ালটি। কিন্তু হঠাৎ করেই সিরিয়ালটি বন্ধ করে দিয়ে তার জায়গায় আসে ‘কেয়ার করি না’। ওই এক বছরেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল অপরাজিত।
তারপর বড়পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। ছোটপর্দায় করুণাময়ী রাণী রাসমণিই অভিনেত্রীর করা দ্বিতীয় সিরিয়াল। যদিও এখন এই সিরিয়ালে দিতিপ্রিয়ার পর্ব শেষের মুখে। আগামী ৪ঠা জুলাই রাণী রাসমণির জীবনকালের শেষ দিন দেখানো হবে। রাসমণির সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়াও বিদায় নেবেন সেট থেকে। তবে রাসমণির পর্ব শেষ হলেও সিরিয়ালের কিন্তু এত তাড়াতাড়ি শেষ নয়। রাসমণির পরবর্তী সময় অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে নিয়ে চলতে থাকবে সিরিয়াল।
এই মাসেই চার বছর পূর্ণ করেছে এই সিরিয়াল। চার চারটে বছর এই সেটেই কাটিয়েছেন দিতিপ্রিয়া। কাজেই একটু মন খারাপ তো আছেই। বিষন্ন গোটা সেটই। পর্দার রাসমণির মেয়ে, জামাই, নাতি নাতনিরা ইতিমধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। দিতিপ্রিয়া চলে গেলে প্রথম প্রথম সেটটা ফাঁকা ফাঁকা লাগবে বলেই মন্তব্য করেছেন সিরিয়ালের পরিচালক, প্রযোজক।