বাংলাহান্ট ডেস্ক : প্রতি বছরের মতো এ বছরও রাজ্যের তথ্য ও সংষ্কৃতি দফতরের তরফে আয়োজন করা হয়েছিল টেলি আকাদেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে বসেছিল খ্যাতনামা তারকাদের মেলা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। পুরস্কার উঠল দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় থেকে কৌশাম্বী চক্রবর্তীর মতো অভিনেত্রীদের হাতে।
বিশেষ পুরস্কারে সম্মানিত দিতিপ্রিয়া (Ditipriya Roy)
এই মুহূর্তে টেলিপাড়ায় সবথেকে চর্চিত নাম দিতিপ্রিয়া। নেপথ্যে কারণ জিতু কামালের সঙ্গে বিতর্ক। সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। এদিন অবশ্য সেসব বিতর্ক সরিয়ে রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্দার ‘অপর্ণা’ (Ditipriya Roy)। পুরষ্কৃতও হয়েছেন তিনি। সেরা মেয়ের পুরস্কার উঠেছে তাঁর হাতে। সেরা খলনায়িকার জন্য সম্মানিত হয়েছেন ‘রাঙামতি তীরন্দাজ’এর সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং ‘গৃহপ্রবেশ’এর কৌশাম্বী চক্রবর্তী।

কারা পেলেন পুরস্কার: এছাড়াও সেরা জুটির পুরস্কার উঠেছে তটিনী পরশুরাম, কমলিনী স্বতন্ত্র, এভি কথা, নিশা উজি, লাজু অনুভব, ঝাঁপি সৌরভদের মতো অনস্ক্রিন জুটিদের হাতে। মোট ৪১ টি বিভাগে এদিন পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নন ফিকশনের সঙ্গে যুক্ত ক্যামেরার নেপথ্যের কারিগরদেরও সম্মানিত করা হয়েছে এদিনের অনুষ্ঠানে। এবার টেলি আকাদেমি অনুষ্ঠানে মরণোত্তর সম্মান প্রদান করা হয় প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। জীবনকৃতি সম্মানে সম্মানিত হন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন : জি-কে টেক্কা দিয়ে এগোলো জলসা, বিতর্কের মাঝেও চড়া TRP আর্য-অপর্ণার, শীর্ষস্থানে কে?
কী বললেন মুখ্যমন্ত্রী: মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন মঞ্চ থেকে বলেন, যাঁরা পুরস্কার পাবেন তাঁরা নিজেদের দক্ষতায় পাবেন। আর কেউ বঞ্চিত হলে বলবেন, পুষিয়ে দেব। তিনি আরও বলেন, টেলিভিশন চ্যানেলের সবথেকে বড় দিক হল মানবিক এবং সামাজিক চেতনা বৃদ্ধি। বর্তমান প্রজন্মের কাছে ইতিহাস হয়তো সঠিক ভাবে পৌঁছাচ্ছে না। তাই টেলিভিশনের মাধ্যমেই সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : মাঝপথেই নায়ক বদল! ‘চিরদিনই তুমি যে আমার’ বয়কটের ডাকের মাঝে নয়া বার্তা জিতুর
প্রসঙ্গত, এদিন অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর পাশাপাশি কিছু পারফরম্যান্সও ছিল তারকাদের। পূজা বন্দ্যোপাধ্যায়, তিয়াশা লেপচার স্পেশ্যাল পারফরম্যান্স ছিল এদিন। শুধু ছোটপর্দা নয়, বড়পর্দার অভিনেতা অভিনেত্রী, পরিচালকদেরও দেখা গিয়েছে এদিনের অনুষ্ঠানে।












