জামাইয়ের রিসেপশনে মর্ডান সাজে রানিমা, গৌরব-দেবলীনার পাশে লাইমলাইট কাড়লেন দিতিপ্রিয়া

বাংলাহান্ট ডেস্ক: গতকাল, ১৫ ডিসেম্বর ছিল গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee) ও দেবলীনা কুমারের (devlina kumar) গ্র‍্যান্ড রিসেপশন। পাশ্চাত‍্য বিয়ের কনের সাজে এদিন দেখা গেল দেবলীনাকে। তবে লাইমলাইটের অনেকটাই কেড়ে নিলেন ‘রানিমা’ অর্থাৎ দিতিপ্রিয়া রায় (ditipriya roy)। অনস্ক্রিন জামাই মথুরের রিসেপশনে এদিন আদ‍্যোপান্ত মর্ডান লুকে ধরা দিলেন তিনি।

হালকা মেরুন রঙা শর্ট ড্রেস, সঙ্গে মানানসই ছোট করে কাটা চুল ও কালো স্টিলেটো। এক হাতে শুধু একটা ঘড়ি, ব‍্যস। এই সাজেই গৌরব দেবলীনার রিসেপশনে হাজির হন দিতিপ্রিয়া। আর বলা বাহুল‍্য, রিসেপশনে উপস্থিত অতিথি অভ‍্যাগতদের নজরও তিনি কাড়তে সক্ষম হয়েছিলেন।

IMG 20201216 130139
গৌরবের রিসেপশনে এদিন উপস্থিত ছিলেন করুণাময়ী রানি রাসময়ী টিমের প্রায় সকলেই। নব দম্পতির সঙ্গে একত্রে পোজ দেন গৌরবের একসময়ের অনস্ক্রিন স্ত্রী সম্পূর্ণা মণ্ডল। দেখা গেল রানির মেজ মেয়ে অস্মি ঘোষ, নাতি দ্বারিকা ও নাতবৌ সোমাশ্রী ভট্টাচার্য্যকেও।

https://www.instagram.com/p/CI2J4kTM3cx/?igshid=uiyv4q468xbo

https://www.instagram.com/p/CI2B5_MsjzX/?igshid=4ayj56olfwgf

রিসেপশনে খ্রিস্টান বিয়ের কনের ঢঙে সাদা গাউনে সেজেছিলেন দেবলীনা, পাশে টাক্সেডোতে গৌরব। দুজনে একসঙ্গে কেকও কাটেন। পিসি চন্দ্র গার্ডেনে এদিন বসেছিল দেবলীনা গৌরবের রিসেপশন। সেই সব ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CI11wznsOHe/?igshid=1l7yycbt83j21

https://www.instagram.com/p/CI11adJMdlr/?igshid=10dya59m2i5jl

https://www.instagram.com/p/CI2XkTPBL_A/?igshid=1nvfh8jj43lm0

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর ক‍্যালকাটা বোটিং ক্লাবে বসেছিল দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান। এদিন ক্রিম রঙের শেরওয়ানিতে সেজেছিলেন গৌরব। দেবলীনা পরেছিলেন হালকা সবুজ ও গোলাপি রঙের লেহেঙ্গা। জনপ্রিয় হিন্দি গানের তালে চুটিয়ে নেচে স্টেজ মাতান নব বিবাহিত জুটি।

https://www.instagram.com/p/CI150FcskLn/?igshid=zz4wceasgfyq

এক্কেবারে বাঙালি কনের মতোই লাল বেনারসি, সোনায় গয়নায় সেজেছিলেন দেবলীনা। পাশে সাদা পাঞ্জাবিতে গৌরব। বিয়ের পর পরদিন সকালে সমস্ত রীতি মেনে স্ত্রীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন উত্তম কুমারের নাতি গৌরব।

Niranjana Nag

সম্পর্কিত খবর