বাদ পড়লেন শুভশ্রী, জি বাংলার মহালয়ায় এবার দেবী দূর্গা হচ্ছেন দর্শকদের প্রিয় এই অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো বলতেই প্রথমে কোন কথাটা মাথায় আসে? কেউ বলবেন কেনাকাটা, কেউ বলবেন প্যান্ডেল হপিং, আবার কেউ নেবেন মহালয়ার (Mahalaya) নাম। মা দূর্গার আগমনী বার্তা দেয় মহালয়া। ভোরবেলা উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনা বাঙালির চিরকালের অভ্যাস। রেডিওর মহালয়ার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে টেলিভিশনের মহালয়াও। বড়পর্দা এবং ছোটপর্দার অভিনেত্রীরাই দেবদেবীর সাজে ফুটিয়ে তোলেন মহিষাসুরমর্দিনী।

বিভিন্ন চ্যানেল এদিন মহালয়ার অনুষ্ঠানের আয়োজন করে। তবে দর্শকদের বিশেষ নজর থাকে প্রথম সারির চ্যানেলগুলির দিকে। কোন চ্যানেলের অনুষ্ঠানে কোন অভিনেত্রী মা দূর্গা সাজছেন এটাই প্রতি বছর জানার কৌতূহল থাকে দর্শকদের। এবারে শোনা যাচ্ছে, জি বাংলার মহালয়াতে নাকি দেবী দূর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে।

Ditipriya roy to be seen as durga in mahalaya

বিগত দু বছর ধরে জি এর মহালয়াতে দেবী দূর্গা রূপে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এ বছরে তিনি নাকি বাদ পড়তে চলেছেন মহালয়া থেকে। আসলে এই মুহূর্তে শুভশ্রী অন্তঃসত্ত্বা। চলতি বছরেই তাঁর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা। এই অবস্থায় মহালয়ার অনুষ্ঠান করা সম্ভব নয় তাঁর পক্ষে। সেই কারণেই বিকল্পের খোঁজ।

আরও পড়ুন: চোখে বাঁধা মোটা ব্যান্ডেজ, ভর্তি হাসপাতালে, হঠাৎ এমন দশা হল কী করে নুসরতের?

এর আগেও অবশ্য দিতিপ্রিয়া মহালয়ার অনুষ্ঠানে দূর্গা সেজেছেন। তবে সেটা স্টার জলসা চ্যানেলে। জি বাংলায় মহালয়ার অনুষ্ঠান করার ব্যাপারে দিতিপ্রিয়া বলেন, এই মুহূর্তে কিছুই চূড়ান্ত ভাবে বলা সম্ভব নয়। প্রাথমিক ভাবে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে ঠিকই, তবে চ্যানেল তাঁকে চূড়ান্ত ভাবে কিছুই জানায়নি বলে মন্তব্য করেন অভিনেত্রী। তাই চ্যানেলের তরফে ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন: ঝড় উঠতে চলেছে পুজোয়, ব্যোমকেশ শেষে ‘বাঘা যতীন’! স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিরাট চমক দেবের

প্রসঙ্গত, দেবী দূর্গা না হলেও এর আগে মহালয়ায় অংশ নিয়েছেন দিতিপ্রিয়া। জি বাংলাতেই প্রায় ৪ বছর ধরে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ওই সিরিয়াল শেষ হওয়ার পর অবশ্য আর ছোটপর্দায় দেখা যায়নি দিতিপ্রিয়াকে। সিনেমা, ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর