ধুতি-শাড়ি ছেড়ে ক‍্যাজুয়াল লুক, নাতি ভূপাল ও ছোটঠাকুরের সঙ্গে সমুদ্র সৈকতে ‘Swag’ রাণীমা দিতিপ্রিয়ার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা অভিনয় জগতে বেশ অনেকদিন হয়ে গেল দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy)। তবে এই নামে অনেকেই চিনতে পারবে না। কারন দিতিপ্রিয়া নিজের নামের থেকে সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্রের নামে বেশি পরিচিত এবং জনপ্রিয়।

সেই ছোট্ট বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ইতিমধ‍্যেই টেলিভিশনের পাশাপাশি টলিউডেও (tollywood) পা রেখেছেন দিতিপ্রিয়া। শোনা যাচ্ছে বলিউডেও এবার অভিষেক করবেন তিনি।


সম্প্রতি ব‍্যস্ত শুটিং সিডিউলের ফাঁকে কিছুদিনের ছুটি নিয়ে তাজপুরে ঘুরতে গিয়েছিলেন দিতিপ্রিয়া। সঙ্গে গিয়েছিলেন নাতি ভূপাল ওরফে বিশ্ববসু ও গদাধর ওরফে সৌরভ সাহাও। গত শনিবার তাজপুর গিয়ে পৌঁছান সকলে, ফেরেন সোমবার। দুটো দিন তাজপুরের সমুদ্র সৈকতে তুমুল হুল্লোড় করে কাটিয়েছেন রাণী, ভূপাল ও গদাধর।

https://www.instagram.com/p/CMdxrftgNOk/?igshid=42btb0u8bxk8

https://www.instagram.com/p/CMYowtFHaCw/?igshid=bxqxcygrk7md

তবে তাঁদের সঙ্গে গিয়েছিলেন পরিবারের সদস‍্যরাও। সৌরভ ও বিশ্ববসুর সঙ্গে তাজপুরের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন দিতিপ্রিয়া। সৌরভের অফস্ক্রিন স্ত্রী ও ছোট্ট ছেলেও সঙ্গী হয়েছিল এই ভ‍্যাকেশনের। সেই সমস্ত ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CMh2lyGhF-4/?igshid=6rtxfh7z7ei3

প্রসঙ্গত, সম্প্রতি গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‍্যালে ‘অভিযাত্রিক’ ছবি প্রদর্শনীর কিছু ছবি শেয়ার করেন দিতিপ্রিয়া। অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে ‘অভিযাত্রিক’ ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া।


পরিচালক শুভজিৎ মিত্রের এই ছবি ইতিমধ‍্যেই KIFFএ প্রশংসা কুড়িয়েছে। এবার গোটা অভিযাত্রিক টিম নিয়ে গোয়া পৌঁছে যান তিনি। সেখানেও প্রদর্শনীতে পেয়েছেন সম্মান। সমগ্র টিমের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো, শংসা পত্র।


উত্তম কুমারের বায়োপিকেও দেখা যাবে দিতিপ্রিয়াকে। সাবিত্রী চট্টোপাধ‍্যায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। গৌরী দেবীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ‍্যাটার্জিকে এবং সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম কুমারের ভূমিকায় রয়েছেন শ্বাশ্বত চ‍্যাটার্জি।

X