ফের দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠে ফিরতে চলেছেন ডিভিলিয়ার্স, জানুন কবে কামব্যাক?

বাংলা হান্ট ডেস্কঃ 2019 বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করে অবসর গ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ডিভিলিয়ার্স এর পারফরম্যান্সে একটুও ঘাটতি দেখা যায়নি। আইপিএল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট ভিলিয়ার্সকে দেখা গেছে সেই পুরনো ছন্দেই। আর তারপর থেকে জল্পনা শুরু হয়েছিল তবে কি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। এবার সেই জল্পনায় সত্যি হতে চলেছে।

এবার সত্যি হতে চলেছে জল্পনা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ফের দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী 2 ই জুন থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে চলেছেন ডিভিলিয়ার্স। শুধু ডিভিলিয়ার্স একাই নয় সেই সঙ্গে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ইমরান তাহির, ক্রিস মরিসের মতো তারকারাও।

আইপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার জানিয়ে ছিলেন, “ডিভিলিয়ার্স ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। আইপিএল শেষ হয়ে যাওয়ার পর আমি ওর সঙ্গে কথা বলবো।” এই প্রসঙ্গে ডিভিলিয়ার্স জানিয়ে ছিলেন, “দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারা তার কাছে সবসময়ই গর্বের।” এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন ডিভিলিয়ার্স।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর