নিজেকে বলিউডের রাজা মনে করেন করন, বিগ বসের ঘরে সঞ্চালককে কড়া আক্রমণ দিব‍্যা আগরওয়ালের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুরু হতে না হতেই বিতর্কের শীর্ষে উঠেছে ‘বিগ বস OTT’ (bigg boss OTT)। সদ‍্য শো থেকে বেরিয়ে যেতে হয়েছে ‘কুমকুম ভাগ‍্য’ অভিনেতা জিশান খানকে। টাস্কের সময় সহ প্রতিযোগী প্রতীক সেহজপাল ও নিশান্তের সঙ্গে হাতাহাতির অভিযোগে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন দিব‍্যা আগরওয়াল (divya agarwal)। গোটা ঘটনায় সঞ্চালক করন জোহরের (karan johar) উপর ক্ষোভ উগরে দেন তিনি।

দিব‍্যার দাবি, উইকেন্ড কা ওয়ার এর সময় তাঁর বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ এনেছেন করন। সহ প্রতিযোগী অক্ষরা সিং এর সঙ্গে কথা বলার সময় বলিউড প্রযোজকের বিরুদ্ধে তীব্র কটাক্ষ শানান দিব‍্যা। তিনি বলেন, যেহেতু করন তাঁকে ব‍্যক্তিগত ভাবে চেনেন না তাই তাঁর বিরুদ্ধে কিছু বলার অধিকার নেই তাঁর। সামনে যে কেউই থাকুক না কেন, তাঁর বিরুদ্ধে ভুল কিছু বলা হলে তিনি প্রতিবাদ করবেনই।


দিব‍্যা বলেন, “করন আমার ব‍্যাপারে এমন কিছু বলেছেন যার জন‍্য এখানে আমাকে ভুগতে হচ্ছে। তাহলে আমি চিৎকার করব না কেন? কে কী করবে আমার? আমি একজন শিল্পী। আমি কাজ করতে থাকব। যদি এখানে না হয় তাহলে অন‍্য কোথাও।” এখানেই থামেননি দিব‍্যা।

করনকে একহাত নিয়ে তিনি বলেন, “তুমি নিজেকে বলিউডের রাজা মনে করো। তাই তোমার মুখের প্রত‍্যেকটা শব্দই মানুষ শুনবে, বুঝবে। তুমি যা বলবে ওরা তো সেটাই বিশ্বাস করবে। তাহলে আমার ব‍্যাপারে তুমি এমনটা কীভাবে বলতে পারলে?” দিব‍্যার অভিযোগ, তাঁর কথা করন বুঝতে চান না। পরের উইকেন্ড কা ওয়ারে ফের তাঁকে অপদস্থ করবেন তিনি।

অপরদিকে এদিকে ঘর থেকে বেরিয়েই ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন জিশান খান। সেখানে তাঁর বুকে, হাতে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ‍্য করা যাচ্ছে। বিগ বসের ঘরে হাতাহাতির সময়ে শার্টলেস ছিলেন জিশান। তখনি তাঁর আঘাত লাগে।

কিন্তু ছবি গুলি শেয়ার করে কোনো মন্তব‍্য বা অভিযোগ পর্যন্ত করেননি তিনি। শুধু একটি জোড় হাতের ইমোজি দিয়েছেন। এরপরেই জিশানের সমর্থনে নেটদুনিয়ায় সুর চড়াতে থাকেন তাঁর অনুরাগীরা। তাদের মতে, এটা খুবই অন‍্যায়। জিশানকে এই মুহূর্তে বিগ বস OTT র ঘরে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত খবর

X