দীপাবলির আগে সরকারি কর্মীদের সোনায় সোহাগা! কত টাকা বোনাস মিলবে?

Published on:

Published on:

government employees(10)

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ফের এক দফায় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। দীপাবলির আগেই ঢুকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হাতে ডিএ পেয়ে যাবেন। একইসাথে দীপাবলির বোনাসও (Diwali Bonus) ঢুকছে তাদের অ্যাকাউন্টে। আলোর উৎসবের আগেই পকেট ভরবে সরকারি কর্মীদের। তবে সবাই বোনাস পাবেন না। কারা কত টাকা বোনাস পেতে পারেন? জেনে নিন।

কোন সরকারি কর্মীদের জন্য সুখবর? Government Employees

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Pension) জন্য ৩% ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করেছে সরকার। ১ জুলাই ২০২৫ থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। এত দিন ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে ৫৮ শতাংশ হয়েছে ডিএ পাবেন তারা। ডিএ বৃদ্ধি ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে, এর অর্থ হল অক্টোবরের বেতনে জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া বেতনও মিলবে।

এরই মধ্যে বোনাস পাচ্ছেন রেল কর্মীরা। কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি এবং নন-গেজেটেড গ্রুপ বি কর্মচারীদের জন্য ৩০ দিনের বেতনের সমতুল্য নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে সম্প্রতি। রেলওয়ের কর্মীদের অসাধারণ কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ, সরকার ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) অনুমোদন করেছে।

জানিয়ে রাখি, এই ফলে দশেরা উপলক্ষে প্রতিটি যোগ্য রেল কর্মচারী সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা ভাতা পেয়েছেন। যার সুবিধা পেয়েছেন ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার এবং অন্যান্য কর্মী সহ প্রায় ১১ লক্ষ নন-গেজেটেড রেলওয়ে কর্মী।

government employees

আরও পড়ুন: ৩% অতীত! একলাফে ৮ শতাংশ DA বাড়ছে সরকারি কর্মীদের, কাদের লটারি লাগল?

জিএসটি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুকেশ কুমারের ব্যাখ্যা, দীপাবলি বোনাস সিনিয়র গ্রেডের কর্মচারীরা পাবেন না। দশেরা বা দীপাবলি উপলক্ষে এই বোনাস কেবলমাত্র গ্রুপ ডি পদমর্যাদার কর্মীদের জন্য দেওয়া হয়। এই কর্মচারীরা তাদের মূল বেতনের উপর বোনাস পেয়ে থাকেন।