বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ থেকে বাঁচতে এক নতুন দিক উন্মোচন করলেন বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (Pragya Singh Thakur)। ভোপালের সাংসদের এই নতুন পন্থা নিয়ে বিরোধীদের মধ্যে হাসির রোল উঠেছে। সেইসঙ্গে নানারকম টিপ্পুনিও শুনতে হয়েছে তাঁকে।
রাম মন্দিরের ভূমি পূজো
আগামী ৫ ই অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প কয়েকজনের উপস্থিতিতেই সারা হবে এই অনুষ্ঠান। এদিকে শুভ সময়ও রয়েছে মাত্র ৩২ সেকেন্ড।
অযোধ্যা গিয়েছিলেন যোগী
রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানের আয়োজন কেমন চলছে তা খতিয়ে দেখতে গতকাল অযোধ্যা গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের শত সত্ত্বেও করোনার আবহের মধ্যেই এই রাম মন্দির নির্মাণের কাজের শুভ সূচনা হতে চলেছে।
বিজেপি সাংসদের বক্তব্য
এরই মধ্যে ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর-এর এক মন্তব্যের জেরে আবারও বিরোধীতায় সরব হয়ে উঠল বিরোধীরা। সাংসদ এক টুইট করে বলেছেন, “এই করোনা সংকটকালে আসুন আমরা সবাই মিলে মানুষের ভাল স্বাস্থ্য ও এই ভাইরাসকে দূর করার জন্য এক আধ্যাত্মিক চেষ্টায় মনোনিবেশ করি। ২৫ জুলাই থেকে আগামী ৫ ই অগস্ট পর্যন্ত বাড়িতে বসে দিনে অন্তত ৫ বার করে পাঠ করুন হনুমান চল্লিশা দিনে। পাশাপাশি ৫ ই অগস্ট রাম মন্দিরের ভূমি পূজার দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এবং সেইসঙ্গে ভগবান রামের আরতি করে এই পাঠ শেষ করতে হবে।”
आइए हम सब मिलकर कोरोना महामारी को समाप्त करने के लिए लोगों के अच्छे स्वास्थ्य की कामना के लिए एक आध्यात्मिक प्रयास करें आज25 से 5 अगस्त तक प्रतिदिन शाम 7:00 बजे अपने घरों में हनुमान चालीसा का 5 बार पाठकरें5 अगस्त को अनुष्ठान का रामलला की आरती के साथ घरों में दीप जलाकर समापन करें pic.twitter.com/Ba0J2KrkA8
— Sadhvi Pragya singh thakur (@SadhviPragya_MP) July 25, 2020
বিজেপি সাংসদের এই মন্তব্যের জেরে আবারও সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজেপি সাংসদের এই মন্তব্যের জেরে ধর্মে ধর্মে বিভাজন সৃষ্টি হতে পারে।