বাংলাহান্ট ডেস্ক : নূন্যতম ভাড়ায় সফর করতে পারার জন্য দেশের মধ্যে গণ পরিবহণ মাধ্যম হিসেবে ভারতীয় রেল (Indian Railways) বেশ জনপ্রিয়। টিকিটের মূল্যের নিরিখে বিভিন্ন ধরণের কোচ রয়েছে ট্রেনে, যা নিজেদের পছন্দমতো বেছে নিতে পারেন যাত্রীরা। কিন্তু যারা রেলেই কর্মরত তাদেরও কি টিকিট কাটতে হয়, নাকি বিনামূল্যেই ট্রেনে সফর করতে পারেন তারা?
রেলকর্মীরা (Indian Railways) কি বিনামূল্যে ট্রেনে সফর করতে পারেন?
অনেকেরই ধারণা রয়েছে, যারা ভারতীয় রেলে (Indian Railways) কর্মরত, তারা আজীবন লোকাল এবং দূরপাল্লার ট্রেনে বিনামূল্যে সফর করতে পারেন। এমনকি তাদের পরিবারের সদস্যরাও পান বিনামূল্যে ট্রেন সফর করার সুযোগ। সত্যিই কি তাই? কী বলছে রেলের নিয়ম?
কী বলছে রেলের নিয়ম: রেল সূত্রে খবর, ভারতীয় রেলে (Indian Railways) কর্মরত আধিকারিক এবং কর্মীরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বিশেষ পাসও পেয়ে থাকেন অনেকে। এমনকি অনেক ক্ষেত্রে তাদের পরিবারও সুবিধা পেয়ে থাকে। যদিও এই নিয়ম সবার জন্য সমান নয়। কর্মী (Indian Railways) এবং আধিকারিকদের বিশেষ রেল পাস দেওয়া হয়। তবে এর কিছু শর্তাবলী রয়েছে। বিভিন্ন শ্রেণির জন্য নিয়মও আলাদা।
আরও পড়ুন : জয়েন্টের ফলপ্রকাশ না করলে বিকাশ ভবনের সামনে ধর্না, মমতাকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন শুভেন্দু
কী সুবিধা পান তাঁরা: রেল (Indian Railways) সূত্রে খবর, কর্মজীবনের পাঁচ বছর পূর্ণ হওয়ার পর পাস এবং প্রিভিলেজ টিকিট অর্ডার দেওয়া হয় কর্মীদের। এছাড়া বছরে তিনবার বিনামূল্যে রেলওয়ে পাস এবং ৪ সেট পিটিও পাওয়া যায়। এর দৌলতে রেলকর্মীরা (Indian Railways) সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনে সফর করতে পারেন। রেল পাসের অধীনে কর্মী নিজে, তাঁর বাবা মা, স্ত্রী এবং সন্তান যাতায়াত করতে পারেন ট্রেনে। অন্যদিকে পিটিওতে টিকিটের এক তৃতীয়াংশের দাম দিতে হয়।
আরও পড়ুন : মাত্র ৫ টাকা থেকে শুরু ভাড়া! মেট্রোয় বিমানবন্দর থেকে রুবি-শিয়ালদা যেতে কত খরচ? রইল সম্পূর্ণ তালিকা
রেলকর্মীদের চাকরি জীবনের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেও একটি পাস দেওয়া হয়ে থাকে। এক বছর মেয়াদ থাকে পাসের। তবে। তবে সেই বার্ষিক পাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে অন্যান্য যাত্রীদের মতোই রেলকর্মীদেরও টিকিট কেটেই যাতায়াত করতে হয়।