বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে (India) অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে। শুধু তাই নয়, জালিয়াতির জন্য প্রতারকরা নিত্যনতুন পন্থার অবলম্বন করছে। আর সেই কারণেই বিভ্রান্তির সম্মুখীন হয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এমনকি, প্রতারকরা এখন ই-চালানের (E-Challan) লিঙ্ক পাঠিয়ে এবং সরকারি ওয়েবসাইটের হুবহু কপি তৈরি করে মানুষকে টার্গেট করছে। গত কয়েক দিনে বহু মানুষ তাঁদের মোবাইল ফোনে ই-চালানের মেসেজ পেয়েছেন।
সবথেকে অবাক করার মতো বিষয় হল, ওই মেসেজে আপনার গাড়ির নম্বর এবং চালানের পরিমাণ থাকার পাশাপাশি অর্থ প্রদানের জন্য একটি লিঙ্কও পাঠানো হয়েছে। তবে এই লিঙ্কে ক্লিক করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। অনেকেই এই মেসেজকে ভুয়ো বলে বুঝতে পারেন না। তবে, এটি চেনার কিছু উপায় রয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।
কিভাবে ভুয়ো ই-চালান শনাক্ত করবেন: এর জন্য প্রথমে পরিবহণ ওয়েবসাইট https://echallan.parivahan.gov.in/-এ গিয়ে চালান ডাউনলোড করার চেষ্টা করুন। আসল চালান সহজেই ডাউনলোড করা যায়। আপনি যদি সেখানে চালান দেখতে না পান সেক্ষেত্রে এই বার্তাটি ভুয়ো।
View this post on Instagram
এর পাশাপাশি সন্দেহজনক ই-চালানে দেওয়া লিঙ্কের ডোমেইন চেক করুন। যদি এটি gov.in দিয়ে শেষ হয় তবে এর অর্থ হল এটি আসল। এমনকি আসল চালানে গাড়ির ছবি এবং অন্যান্য সমস্ত বিবরণ ছাড়াও গাড়ি এবং মালিকের সম্পূর্ণ বিবরণ থাকে।
আরও পড়ুন: লটারি লাগবে বাবরের! ফের বড় সিদ্ধান্ত নিচ্ছে PCB, হইচই পাকিস্তান টিমে
তবে, আপনি যদি একটি সাধারণ নম্বর থেকে এই মেসেজ পেয়ে থাকেন সেক্ষেত্রে ওই লিঙ্কটিতে ক্লিক করবেন না। নাহলে আপনার ব্যাঙ্ক এবং কার্ডের বিবরণ চুরি হয়ে যেতে পারে। এর পাশাপাশি, চালান ভেরিফাই করতে পুলিশের হেল্পলাইনেও কল করতে পারেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে ফের ভারতীয়দের “রাজ”! Microsoft-এর শীর্ষপদে IIT প্রাক্তনী পবন
পাঠানো হচ্ছে ভুয়ো লিঙ্ক: প্রতারকরা টেস্ট SMS-এর মাধ্যমে এই ধরণের ই-চালান প্রদান করার জন্য ক্রমাগত ভুয়ো লিঙ্ক পাঠাচ্ছে। এমতাবস্থায়, কেউ না জেনে এই লিঙ্ক খুললেই তাঁর ব্যাঙ্কের বিবরণ পর্যন্ত চুরি হতে পারে। আসলে এই লিঙ্কগুলি এমনভাবে তৈরি যে হঠাৎ করে সেগুলি ভুয়ো বলে বোঝা যায়না। আর এরই সুযোগ নিয়ে লক্ষ লক্ষ মানুষকে ফাঁদে ফেলছে প্রতারকরা।