বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় সেনাদের (Indian army) থেকে চাইনিজ সেনাদের উপর বেশি ভরসা করছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। চাইনিজ সেনারা ভারতের সীমানায় প্রবেশ করে গেছে, বলেই তিনি মনে করছেন। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-র বক্তব্যের ওপরও ভরসা করতে পারছেন না তিনি।
রাহুলের অভিযোগ
রাহুল মনে করছেন, ভারতীয় সেনাদের হারিয়ে চীনের সেনারা ইতিমধ্যেই ভারতে প্রবেশ করে গেছে। এই বিষয়ে তিনি সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, সরকারের উচিত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে, চীনা সেনারা ভারতের সীমানায় প্রবেশ করছে কিনা?
পাল্টা জবাব
রাহুল গান্ধির এই প্রশ্নের পাল্টা জবাব দিতে বিজেপি নেতা জগদম্বিকা পাল বলেছেন, ‘”রাহুল জী তো সব সমই এমন কিছু উদ্ভট প্রশ্ন উত্থাপন করে নিজের এবং দলের মানুষের সামনে নিজের রসিকতা করেন। এটি ৬২-এর ভারত নয়, যে কংগ্রেস সরকারকে সব দখল করতে দেবে। বর্তমান সময়ে এক ইঞ্চিও জমি ছাড়বে না ভারত সরকার”।
প্রামাণ চাইছেন বহু বিরোধী নেতা
ভারত চীনের সংঘর্ষের বিষয়ে বহু বিরোধী নেতারা এখন প্রমাণ চাইছেন। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, ”আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাইছি, দেশকে মাথা নত করতে দেবে না। তারা আপনার স্লোগান দিচ্ছে এবং এই প্রসঙ্গে আপনি অবশ্যই সঠিক পদক্ষেপ নিচ্ছেন। তবে আতঙ্কিত নাগরিকদের আত্মবিশ্বাসের সাথে নিয়ে যান। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। আপনার নিরবতা কোথাও গিয়ে আমাদের দুর্বলতার প্রকাশ ঘটাচ্ছে”।
বৈদেশিক নীতি নিয়েও উঠছে প্রশ্ন
এছাড়া সমাজবাদী পার্টির নেতা অনুরাগ ভাদৌরিয়া বলেছিলেন, “চীনের রাষ্ট্রপতিকে এখানে এনে দোলনায় দুলিয়ে, জড়িয়ে ধরে বলেছেন আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে চীন এবং নেপাল তাঁদের আসল রূপ দেখাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের বৈদেশিক নীতি কোথায় গেল? অর্থাৎ সরকার এখন বৈদেশিক নীতি টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে”।