শিব ঠাকুরের আপন মাস, শ্রাবণের প্রতি সোমবারে পালন করুন এই সহজ টোটকা, বদলে যাবে জীবন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে শ্রাবণ (Shravan) মাস। আর আজ, ২১ তারিখ শ্রাবণের প্রথম সোমবার। শ্রাবণকে শিবের মাস বলে মানা হয়। এই গোটা মাস জুড়েই মহাদেবকে (Mahadev) তুষ্ট করার চেষ্টা করেন ভক্তরা। পুরাণ মতে, এই মাসেই পুনর্মিলন হয়েছিল দেবী পার্বতী এবং মহাদেবের। তাই এই শ্রাবণ (Shravan) মাসের সোমবারগুলিতে উপোস করে শিবের মাথায় জল ঢালেন। অনেকেই মাসের প্রথম সোমবারে উপবাস থেকে পুজো দেন শিবের।

শ্রাবণ (Shravan) মাসে নিষ্ঠাভরে করুন মহাদেবের পুজো

উপোস থেকে মহাদেবকে পুজো করার পাশাপাশি কিছু টোটকা পালন করলে সৌভাগ্য ফেরে বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শ্রাবণের (Shravan) প্রতিটা সোমবার মহাদেবকে ২১ টি দূর্বা অর্পণ করতে পারলে সৌভাগ্যবতী হওয়া যায়। পুজোর সময় নিয়মিত মহাদেবকে একটি ধুতরো ফল দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই মাসে পুজোর সময় মহাদেবকে অখণ্ড চাল নিবেদন করতে বলা হয়েছে। তবে চালে যাতে হলুদ না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

Do these things on this shravan to have mahadev blessing

মেনে চলুন এই টোটকাগুলি: যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, এই শ্রাবণে (Shravan) কিছু টোটকায় মাঙ্গলিক দোষের প্রভাবও কাটানো যায় সামান্য। এর জন্য লাল চন্দন গঙ্গাজলে মিশিয়ে অর্পণ করতে হবে মহাদেবকে। যারা দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগছেন তারা গঙ্গাজলে চিনি মিশিয়ে শিব ঠাকুরকে অর্পণ করলে সুফল পাবেন।

আরও পড়ুন : জলসার মহালয়ায় বিরাট চমক, এবারে কে হচ্ছেন দুর্গা? প্রোমোতে মিলল আভাস

শিব ঠাকুরকে অর্পণ করুন এই প্রিয় জিনিস: মহাদেবের প্রিয় জিনিসগুলির মধ্যে অন্যতম হল সাদা পদ্ম এবং কালো তিল। বিশেষজ্ঞরা বলছেন, শ্রাবণ (Shravan) মাসের সোমবারগুলিতে মহাদেবকে সাদা রঙের পদ্ম এবং শনিবারে যদি কালো তিল অর্পণ করা যায় তাহলে মহাদেবের কৃপা লাভ হয়। এই মাসে বাড়ির মহিলাদের আদর যত্ন করলে সমগ্র পরিবারের মঙ্গল হয়।

আরও পড়ুন : একইসঙ্গে দুই ভাইকে বিয়ে মহিলার! কলিযুগের ‘দ্রৌপদী’ হয়ে গর্বিত সুনীতা বললেন…

যারা পড়াশোনায় ভালো ফল পাওয়ার আশা করছেন, তারা রাতে জলে ভেজানো সবুজ মুগডাল সকালে মহাদেবকে অর্পণ করুন। এতে মনোযোগ যেমন বাড়বে তেমনি সফলতার পথ আরও প্রশস্ত হবে। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় দুধ এবং ঘি ঢাললে সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া গম রাতভর জলে ভিজিয়ে সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসায় লাভ হয়।