বাংলাহান্ট ডেস্ক: আচার্য চাণক্যকে (Acharya Chanakya) ভারত তথা বিশ্বের অন্যতম বিদ্যান ব্যক্তি বলা হয়ে থাকে। জীবন দর্শন হোক বা অর্থনীতি, নানা বিষয়ে তাঁর জ্ঞানের ভাণ্ডার অতুল্য। নিজের জ্ঞানের কিছুটা তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিছু বইয়ের মাধ্যমে- নীতিশাস্ত্র এবং অর্থশাস্ত্র। এই বইতে লেখা সূত্র অনুযায়ী চললে আজও উপকার পায় মানুষ। চাণক্য বলেছিলেন, কিছু কাজ রয়েছে যা একা করা উচিত। আজকের প্রতিবেদনে জানাবো কোন কাজগুলির কথা বলেছিলেন আচার্য।
কিছু কাজ একা করার পরামর্শ দিলেও আচার্য এমনও অনেক কাজের কথা উল্লেখ করে গিয়েছেন যা সকলের সঙ্গে মিলে করা উচিত। যেমন, একা কখনই ভ্রমণ করা উচিত নয়। কোথাও ভ্রমণ করলে সব সময় ৪ জনের সঙ্গে ভ্রমণ করা উচিত। কোথাও একা ভ্রমণ করলে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। দু’জন থাকলেও সঠিকভাবে বিপদের মোকাবিলা করা সম্ভব নয়। তাই ৪ জন থাকলে সহজেই বিপদের মোকাবিলা করা সম্ভব।
চাণক্যের আরও একটি সূত্র অনুযায়ী, দু’জন মানুষেরে এক সঙ্গে বসে পড়াশোনা করা উচিত। যদি এক জায়গায় অনেক মানুষ বসে পড়াশোনা করেন, তাহলে পড়ায় মন না বসার সম্ভাবনাই বেশি থাকে। অন্যদিকে, দু’জন এক সঙ্গে বসে পড়লে পড়ায় মন বসবে। এছাড়াও কোনও বিষয় বুঝতে না পারলে একে অপরের সঙ্গে আলোচনা করেও নিতে পারবেন।
উপরের কাজগুলি এক সঙ্গে করলেও কিছু কাজ রয়েছে যা এক সঙ্গে কখনই করা উচিত নয়। এমনই একটি কাজ হল তপস্যা। চাণক্য বলেছেন, তপস্যা কখনই অনেকে মিলে করা উচিত নয়। সব সময় একা একা তপস্যা করা উচিত। অনেকে এক সঙ্গে মিলে তপস্যা করলে এই কাজে মন বসে না। তাতে তপস্যায় ব্যঘাত ঘটে। এই কারণে একা তপস্যা করা উচিত। এতে কাজটাও হবে এবং আপনি আপনার লক্ষ্যেও সহজেই পৌঁছতে পারবেন।
যদি কেউ কোনও বিনোদনমূলক অনুষ্ঠানে যেতে চান, তাহলে ৩ জনের সঙ্গে যাওয়া উচিত। আচার্য চাণক্যের মতে, বিনোদনের জন্য ৩ জনের প্রয়োজন। এর বেশি মানুষও এক সঙ্গে যেতে পারেন। কিন্তু তাতে সেই অনুষ্ঠানের পুরো মজা তাঁরা পাবেন না।
এছাড়াও তিনি বলেছেন, কখনও হঠকারি সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারও সঙ্গে লড়াই করতে গেলে একা যাবেন না। কারণ লড়াইতে সেই জেতে যার সঙ্গে বেশি লোক থাকে। তাই লড়াই করতে গেলে বেশি লোক সঙ্গে থাকলে জেতার সম্ভাবনা বেড়ে যায়।