পশ্চিমবঙ্গে চলে কটি লোকাল ট্রেন? ৯৯ শতাংশ ব্যক্তির কাছে নেই কোনো উত্তর, সংখ্যাটি জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রীসংখ্যা। দূরের কোনো সফর হোক কিংবা কাছের কোনো গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই যাত্রীরা রেলপথকে প্রাধান্য দেন। পাশাপাশি, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় ট্রেনে চেপে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণও হয় অনেকটাই কম।

এদিকে, নিত্যযাত্রীরা আবার প্রাধান্য দেন লোকাল ট্রেনকে। দৈনিক যাতায়াতের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায়, আমরা সকলেই কম-বেশি লোকাল ট্রেনে যাতায়াত করলেও এই ট্রেন সম্পর্কে এমন অনেক চমকপ্রদ বিষয় রয়েছে যেগুলি অনেকেরই অজানা। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেই রকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি জানার পর অবাক হবেন আপনিও।

আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, আমাদের রাজ্যে মোট কটি লোকাল ট্রেন চলে? অনেকের কাছে এই প্রশ্নের সঠিক উত্তর নেই। তবে এই প্রতিবেদনে আমরা জানবো সেই সংখ্যাই। এমতাবস্থায়, জানিয়ে রাখি যে, ভারতের স্বাধীনতার অনেক আগেই ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে ১৮৫৪ সালের ১৫ অগাস্ট হাওড়া এবং হুগলি স্টেশনের মধ্যে প্রথম ট্রেন চালিয়েছিল।

আরও পড়ুন: এ যুগের কর্ণ! স্কুল তৈরির জন্য ৩০ লক্ষ টাকার জমি দান করে নজির গড়লেন চার কৃষক ভাই

পাশাপাশি, ১৮৮৫ সালের ১ জানুয়ারি তারকেশ্বর রেলওয়ে কোম্পানি শেওড়াফুলি-তারকেশ্বর শাখা লাইনের ব্রডগেজ উদ্বোধন করে। এদিকে ভারতের স্বাধীনতা লাভের পরে ১৯৫২ সালের ১৪ এপ্রিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি এবং সমগ্র বেঙ্গল-নাগপুর রেলওয়ে (পরে যেটি SER গঠন করে) সংযুক্তিকরণের মাধ্যমে পূর্ব রেলওয়ে জোন গঠন করে। যেটি আবার বিভক্ত রয়েছে চারটি বিভাগে।

আরও পড়ুন: শ্রমিক বাবার চিকিৎসক মেয়ে, খাড়া করেছেন ৩৬০০ কোটির ফার্ম! এখন দুবাইয়ের সবথেকে ধনী ভারতীয় মহিলা

এমতাবস্থায়, ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি হাওড়া বিভাগের হাওড়া-ব্যান্ডেল বিভাগে উদ্বোধন করা হয় ইএমইউ পরিষেবার। পাশাপাশি, ১৯৬৩ সালে, বর্ধমান পর্যন্ত পরিষেবাগুলি নিরবিচ্ছিন্নভাবে প্রসারিত হয় এবং পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ শিয়ালদহ থেকে রানাঘাট রুটে চালু হয়েছিল।

Do you know how many local trains run in West Bengal

লোকাল ট্রেনের সংখ্যা: এবারে আসি আসল বিষয়ে। রেলের এক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে রেলের তরফে কলকাতায় ৬৮০ টি, হুগলিতে ৬১২ টি, উত্তর ২৪ পরগণায় ৪৭৪ টি এবং হাওড়া ডিভিশনে ৪৬০ টি লোকাল ট্রেন চালানো হয়। তবে, এই পরিসংখ্যান এখানেই শেষ নয়। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণায় ৩১৬ টি, নদীয়ায় ২৬২ টি, পূর্ব বর্ধমানে ১৬২ টি লোকাল ট্রেন চালায় রেল। অর্থাৎ সবমিলিয়ে আমাদের রাজ্যে প্রতিদিন যে বিপুল সংখ্যক লোকাল ট্রেন চালানো হয় তা আর বলার অপেক্ষা রাখে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর