শাহরুখ নয়, ২০০ কোটি টাকার মন্নত হওয়ার কথা ছিল সলমনের, এই কারণেই রাজি হননি ভাইজান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যারা শাহরুখ খান (Shahrukh Khan) ভক্ত তাদের কাছে মন্নত (Mannat) দর্শনীয় স্থান। মুম্বইয়ে গেলে একবার অন্তত মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি তোলা চাই-ই চাই। আর মন্নতের ভেতরে ঢুকে ঘুরে দেখার শখ কার না আছে? প্রাসাদোপম এই বাড়ির একচ্ছত্র অধিপতি শাহরুখ। কিং খানের বাড়িও তাঁর যোগ‍্য।কোটি কোটি টাকা খরচ করে মন্নত কিনেছিলেন তিনি। তারপর সাজিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের মনের মতো করে।

কিন্তু একথা কি জানেন শাহরুখের মন্নত কিন্তু আসলে সলমন খানের (Salman Khan) হতে পারত। কিন্তু নিজেই সুবর্ণ সুযোগটা হারিয়েছিলেন তিনি। আর এখন মন্নতের শোকে দীর্ঘ নিশ্বাস ফেলা ছাড়া কিছুই করার নেই তাঁর। এক সাক্ষাৎকারে সলমন স্বীকারও করেছিলেন, শাহরুখের মন্নতের দিকে তাঁর এখনো নজর রয়েছে।


ভাইজানকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের কাছে থাকা এমন কোন জিনিসটার উপরে লোভ রয়েছে তাঁর? উত্তরে অভিনেতা বলেন, “ওর বাংলো মন্নত। আমার কাছেই কিন্তু প্রথম এসেছিল ওটা কেনার প্রস্তাব। তখন আমি সবে কেরিয়ার শুরু করেছি। আমার বাবা জিজ্ঞাসা করেছিলেন, এত বড় বাড়িতে তুমি করবেটা কী? এবার আমি শাহরুখকে জিজ্ঞাসা করতে চাই, এত বড় তুই করিসটা কী?”

মন্নতের ইতিহাস জানতে হলে পিছিয়ে যেতে হবে ১৯৯৭ সালে। সেসময়ে মন্নতের নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। এক নজরেই শাহরুখের পছন্দ হয়ে গিয়েছিল বাংলোটি। তবে সেটা সম্পূর্ণ নিজের করে নিতে আরো তিন বছর অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। ২০০০ সালে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে বাংলোটি কিনেছিলেন অভিনেতা।

তাঁর ইন্টিরিয়র ডিজাইনার স্ত্রী গৌরী খান বাংলোর ভোল বদলে নতুন রূপে আনেন। নাম বদলে হয় মন্নত। ছয় তলার বিলাসবহুল বাংলো মন্নত মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল জায়গা বান্দ্রায় সমুদ্রপারে অবস্থিত। নিজের গোটা পরিবারকে নিয়ে মন্নতে থাকেন শাহরুখ।

X