বাংলা হান্ট ডেস্ক : এশিয়া তথা বিশ্বের প্রভাবশালী এবং ধনী ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সারা বিশ্বজুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ব্যবসা। এহেন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) হামেশাই তাদের লাইফস্টাইল নিয়ে চর্চায় থাকেন। আর তাছাড়া তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলও কম নয়।
বরাবরই পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর জিনিস ব্যবহার করেন নীতা আম্বানি। তার ব্যবহৃত একেকটি ব্যাগের দাম এক একটি বিলাসবহুল ফ্ল্যাটের দামের সমান। এই ধরাধামে তার মত শৌখিন মানুষ বোধহয় খুব কমই আছেন। এহেন নীতা আম্বানিকে তাদের বাড়ির কাজের লোকেরা কী নামে সম্বোধন করেন জানেন? জেনে অবাক হবেন যে, নীতা আম্বানিকে তারা ‘ম্যাডাম’ নয় বরং ,ডাকেন এক ‘বিশেষ’ নামে।
আম্বানি পরিবার থাকেন আটলান্টিক মহাসাগরের পাড়ে এক বিলাসবহুল প্রাসাদে। ২৭ তলা এই বাড়িটি অ্যান্টিলিয়া নামে পরিচিত। মুম্বাইয়ের বাকিংহাম প্যালেসের পর মুকেশ আম্বানির বাড়িটিকেই থেকে দামি বলে বিবেচনা করা হয়। যার বাজারদর হল ১৫০০ কোটি টাকা। এই বাড়ির পরিচর্যা করতে প্রায় ৬০০-র বেশি কর্মচারী রয়েছে এখানে।
এই সব কর্মচারীর জন্য বিশেষ সুযোগ সুবিধাও রয়েছে এখানে। মোটা বেতনের পাশাপাশি আরো একাধিক সুযোগ দেওয়া হয় তাদের। সূত্রের খবর, এই প্রতি কর্মচারীই নাকি মাসিক ২ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। তারসাথে বিমার ব্যবস্থা ও কর্মচারীদের ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনার সুযোগ-সুবিধাও দিয়ে থাকেন আম্বানি।
আসলে মুকেশ বা নীতা কেউই তাদের বাড়ির কর্মচারীদের কাজের লোকের ন্যায় দেখেননা। যে কারণে তারাও নীতা বা মুকেশের বড় কাছের হয়ে উঠেছেন। তাই তো তারা নীতা আম্বানিকি ম্যাডাম না বলে, ‘বৌদি’ বলে ডাকেন। জানা যাচ্ছে, তাতে মুকেশ বা নীতারও কোন আপত্তি নেই। পাশাপাশি মুকেশকেও তারা স্যার বলে ডাকেননা। তার বদলে দাদা বলে সম্বোধন করেন এশিয়ার সেরা ধনবানকে।