বাংলা হান্ট ডেস্ক: ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) বর্তমানে ভারত সফরে এসেছেন। গত ১৩ ডিসেম্বর তিনি এসে পৌঁছন কলকাতায়। সেখান থেকেই শুরু হয়েছে তাঁর এইবারের ভারত সফর। এদিকে, মেসি ভারতে এসেছেন তাঁর প্রাইভেট জেটে। তাঁর সেই অতি-বিলাসবহুল গাল্ফস্ট্রিম ভি প্রাইভেট জেটটি ইতিমধ্যেই প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রাইভেট জেট তার দীর্ঘ রেঞ্জ, উচ্চগতি এবং আলট্রা-লাক্সারি ফিচার্সের জন্য পরিচিত। মেসি ২০১৮ সালে প্রায় ১৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩৬ কোটি টাকা) দিয়ে এই গাল্ফস্ট্রিম ভি প্রাইভেট জেটটি কিনেছিলেন।
প্রাইভেট জেটেই ভারতে এসেছেন লিওনেল মেসি (Lionel Messi):
এভিয়েশন রিপোর্ট অনুসারে, মেসি যে গালফস্ট্রিম ভি জেটটি ব্যবহার করেন সেতুর দাম ৯ থেকে ১৪ মিলিয়ন ডলার। জ্বালানি, ক্রু এবং রক্ষণাবেক্ষণ সহ এই জেটের বার্ষিক অপারেটিং খরচ প্রায় ২ থেকে ৪ মিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, গাল্ফস্ট্রিম ভি একটি আল্ট্রা-লং রেঞ্জ বিজনেস জেট। যেটি প্রায় একনাগাড়ে ৬,৫০০ নটিক্যাল মাইল (১২,০৩৮ কিলোমিটার) পর্যন্ত উড়তে সক্ষম। এই জেটের সর্বোচ্চ গতি ম্যাক ০.৮৮৫ (১,০৮৪.১৬ কিমি/ঘন্টা) এবং এটি ৫১,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে। এই সুবিশাল রেঞ্জের ফলে এটি নিউ ইয়র্ক থেকে টোকিও এবং লন্ডন থেকে সিঙ্গাপুরের মতো নন-স্টপ উড়ান সম্পন্ন করতে পারে।

উল্লেখ্য যে, এই প্রাইভেট জেটে ১৪ টি লেদার সিট রয়েছে যা ৭ টি ফ্ল্যাট বেডেও রূপান্তরিত করা যায়। এছাড়াও, কেবিনে পৃথক লাউঞ্জ এরিয়া, প্রাইভেট স্লিপিং স্পেস এবং ওয়ার্ক সেকশন রয়েছে। এছাড়াও, সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর, টয়লেট এবং অ্যাডভান্স এন্টারটেইনমেন্ট সিস্টেম দীর্ঘ ভ্রমণকে অত্যন্ত আরামদায়ক করে তোলে।
আরও পড়ুন: এবারের সফরে কেন ভারতে ম্যাচ খেলছেন না মেসি? সামনে এল সেই কারণ, জানলে চমকে উঠবেন
লিওনেল মেসির মতো একজন গ্লোবাল আইকনের জন্য, গোপনীয়তা, নিরাপত্তা এবং কমফোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতাবস্থায়, প্রাইভেট জেট মেসিকে পাবলিক ফ্লাইটের এবং বিলম্ব এড়াতে সাহায্য করে। এর মাধ্যমে মেসি তাঁর সময়সূচির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং ইভেন্টগুলির জন্য ভালোভাবে পৌঁছতে সাহায্য পান। ভারত সফরের ক্ষেত্রেও তাঁর এই বিলাসবহুল ভ্রমণ মেসির সুপারস্টার স্ট্যাটাসকে আরও স্পেশাল করে তুলেছে।
আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দিল ভারত! প্রতি ৪০ দিনে মিলছে নতুন যুদ্ধজাহাজ, শক্তি বাড়ছে নৌবাহিনীর
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১৩ ডিসেম্বর রাত ২ টো বেজে ২৬ মিনিটে মেসির জেট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেই সময়ে তাঁর হাজার হাজার অনুরাগী প্রবল ঠান্ডা উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেছিলেন। মেসি-উন্মাদনায় মেতে ওঠে সমগ্র পরিবেশ। কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দরের ব্যাক এন্ট্রি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। যার কারণে বিপুল ভক্ত তাঁকে কাছ থেকে দেখতে পারেননি।












