দিল্লি-মুম্বাই নয়! ভারতের সবথেকে ধনী শহর কোনটি? বাসিন্দাদের আয় জানলে চমকে উঠবেন

Published on:

Published on:

Do you know which is the richest city in India?
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) সবথেকে ধনী এলাকাগুলির কথা উঠলে সাধারণত মুম্বইয়ের আকাশছোঁয়া অট্টালিকা, দিল্লির প্রশস্ত রাস্তা কিংবা গুরগাঁও ও বেঙ্গালুরুর ঝকঝকে আইটি পার্কগুলির ছবিই সবার আগে মনে আসে। সাধারণ ধারণা, দেশের সর্বোচ্চ সম্পদ-স্রোত এই মহানগরগুলিতেই প্রবাহিত হয়। কিন্তু সাম্প্রতিক সরকারি তথ্য সেই ধারণাকে আমূল বদলে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থনীতি সমীক্ষা ২০২৪-২৫–এর নতুন তথ্য দেশে সম্পদের মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। এই তালিকায় শীর্ষে উঠে এসেছে এমন একটি জেলার নাম, যা সাধারণত জাতীয় আলোচনায় মুম্বই বা দিল্লি-এনসিআর-এর মতো গুরুত্ব পায় না। সমীক্ষা অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী জেলা এখন তেলঙ্গানার রঙ্গা রেড্ডি। প্রতি ব্যক্তি আয়ের বিচারে এই জেলা দেশের সব নামী শিল্পাঞ্চল ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রকে পেছনে ফেলে দিয়েছে।

ভারতের (India) সবচেয়ে ধনী শহরের তালিকায় তেলেঙ্গানার এই জেলা:

রঙ্গা রেড্ডি জেলার বাসিন্দাদের গড় বার্ষিক আয় ১১.৪৬ লক্ষ টাকা। অর্থাৎ এখানে একজন ব্যক্তি মাসে গড়ে প্রায় এক লক্ষ টাকা আয় করেন। এই অভাবনীয় আর্থিক উন্নতির প্রধান কারণ জেলার শক্তিশালী শিল্পভিত্তি। রঙ্গা রেড্ডিতে ভারতের (India) নামকরা বহু টেক পার্ক গড়ে উঠেছে। পাশাপাশি বায়োটেক, ফার্মাসিউটিক্যালস, গবেষণা ও উৎপাদনভিত্তিক বিভিন্ন শিল্পে এই অঞ্চলে ব্যাপক বিনিয়োগ হয়েছে। বড় শিল্প সংস্থার আধিক্যের ফলে কর্মসংস্থান যেমন বেড়েছে, তেমনই বাসিন্দাদের আয়ও দ্রুত বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ভারতের দ্রুত আর্থিক উত্থানের প্রকৃষ্ট দৃষ্টান্ত হয়ে উঠেছে এই জেলা।

আরও পড়ুন: বাংলায় ভোটের কাউন্টডাউন কি শুরু? বৃহস্পতিবার রাতেই কলকাতায় কমিশনের বিশেষ টিম, তুঙ্গে জল্পনা

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ভারতের (India) পরিচিত প্রযুক্তিনগর গুরগাঁও। হরিয়ানার এই শহর দীর্ঘদিন ধরেই বিলাসবহুল জীবনযাত্রা, উন্নত পরিকাঠামো, বহু-জাতিক কোম্পানির অফিস এবং অগণিত কর্মসংস্থানের জন্য খ্যাত। পরিসংখ্যান বলছে, গুরগাঁওয়ের গড় বার্ষিক মাথাপিছু আয় ৯ লক্ষ টাকা, যা তাকে দেশের দ্বিতীয় ধনী জেলা হিসেবে স্থান দিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর, অর্থাৎ নয়ডা। গত কয়েক দশকে নয়ডার উন্নয়ন যেন চোখে পড়ার মতো। উন্নত সংযোগ ব্যবস্থা, মানসম্মত পরিকাঠামো ও পরিকল্পিত নগরায়ণের কারণে নয়ডা এখন বহু বড় কোম্পানি ও শিল্পপ্রতিষ্ঠানের কেন্দ্রস্থল। এখানে মাথাপিছু আয় ৮.৪৮ লক্ষ টাকা, যা নয়ডাকে কেবল উত্তর প্রদেশ নয়, সমগ্র ভারতের (India) অর্থনৈতিক শক্তির অন্যতম স্তম্ভে পরিণত করেছে।

তালিকার আরও কিছু নাম উল্লেখযোগ্য। সাধারণভাবে বোধহয় অনেকেই ভাবেন, ভারতের (India) আইটি রাজধানী বেঙ্গালুরু এই তালিকার শীর্ষে থাকবে। কিন্তু সমীক্ষায় দেখা যাচ্ছে, বেঙ্গালুরু আরবান জেলার মাথাপিছু আয় ৮.০৩ লক্ষ টাকা—শীর্ষ তিনে ওঠার জন্য তা যথেষ্ট নয়। তবুও আইটি শিল্প, স্টার্টআপ ইকোসিস্টেম, আধুনিক জীবনযাত্রা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এই শহর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবেই রয়ে গেছে।

Do you know which is the richest city in India?
রঙ্গারেড্ডি জেলা

আরও পড়ুন:ব্যবহার করা যাবে না ORS-এর লেবেল! বিভ্রান্তি দূর করতে একাধিক পানীয়র বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের

সবচেয়ে আকর্ষণীয় নামগুলির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের সোলান। পাহাড়ের কোলে শান্ত, মনোরম এই জেলা শুধু ‘মাশরুম সিটি’ হিসেবেই পরিচিত নয়, সমীক্ষা অনুযায়ী এখানে মাথাপিছু আয় ৮.১০ লক্ষ টাকা, যা বেঙ্গালুরুর থেকেও বেশি। কৃষি, বিশেষ করে মাশরুম উৎপাদন, এবং পর্যটন—এই দুইয়ের উপর ভিত্তি করেই সোলানের অর্থনীতির বিকাশ ঘটেছে। শূলিনী মাতা মন্দির, ক্যারোল টিব্বা সহ বিভিন্ন দর্শনীয় স্থান এই জেলার পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করেছে।

সরকারি সমীক্ষার এই নতুন ছবি দেখাচ্ছে, দেশের সম্পদ আজ আর কেবল কয়েকটি মহানগরে সীমাবদ্ধ নয়। নতুন শিল্পকেন্দ্র, প্রযুক্তি এবং পরিকাঠামোর বিকাশে দেশের নানা প্রান্তই ধীরে ধীরে আর্থিক শক্তির নতুন কেন্দ্র হয়ে উঠছে।