বাংলাহান্ট ডেস্ক : চাঁদকে (Moon) নিয়ে আমরা প্রায় সকলেই শুনেছি নানান গান এবং ছড়া। যেকোনো ছোট বাচ্চাকেই সন্ধ্যার আকাশে আমরা চাঁদ দেখাতে ভালবাসি। তাদের পরিচয় করিয়ে দিই চাঁদ মামার (Moon Uncle) সঙ্গে। তবে জানেন কি কেন চাঁদকে মামা বলা হয়? এর পেছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? সেই উত্তর আপনাদের দেবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।
জানলে অবাক হবেন যে, চাঁদ মামার সঙ্গে সম্পর্ক রয়েছে পুরাণের। যে সময় দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন চলছিল সে সময় সমুদ্রের ভেতর থেকে বহু উপাদান বেরিয়ে আসতে থাকে। আর সেই উপাদান গুলির মধ্যেই ছিলেন মা লক্ষ্মী, বারুণী, চাঁদ এবং বিষ।
শোনা যায়, সমুদ্রমন্থন কালে মা লক্ষ্মী বেরিয়ে এসে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন। হিন্দুদের প্রায় সকলেই দেবী লক্ষ্মীকে মা বলে সম্বোধন করে থাকেন। আর তাই সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পর যে সমস্ত উপাদান গুলি বেরিয়ে আসে সেগুলিকে তার ভাই কিংবা দাদা হিসেবে ধরে নেওয়া হয়।
আগেই বলেছি সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর পরে বেরিয়ে এসেছিল চাঁদ। আর তাই চাঁদকে মা লক্ষ্মীর ছোট ভাই হিসেবেই বিবেচনা করা হয়। যেহেতু ভারতীয়রা দেবী লক্ষ্মীকে মা বলে সম্মোধন করে থাকেন তাই সেই সম্পর্ক অনুযায়ী চাঁদ আমাদের সকলের মামা। সেজন্যই প্রতিটি ভারতবাসী চাঁদকে মামা বলে সম্বোধন করেন।
তবে চাঁদকে মামা বলে ডাকার পেছনে রয়েছে আরও একটি কারণ। আসলে সর্বক্ষণ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে চাঁদ। তাই চাঁদকে পৃথিবীর ভাই হিসেবে ধরে নেওয়া হয়। অনেকেরই মতে, একজন ভাইয়ের যেভাবে দিদি কিংবা বোনকে সর্বক্ষণ ভালোবাসা দিয়ে বেঁধে রাখা উচিত ঠিক সেভাবেই চাঁদ পৃথিবীকে ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছে। পৃথিবীকে আমরা সকলেই মা বলে সম্বোধন করে থাকি, তাই তার ভাই অর্থাৎ চাঁদকে বলা হয় মামা।