দেশের এই রাজ্যে বেতনের পরিমাণ সবচেয়ে বেশি! পশ্চিমবঙ্গের অবস্থান জানলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : কাজের আশায় বহু মানুষ গ্রাম থেকে পাড়ি দেন শহরে। আবার অনেকে ভিন রাজ্যে যান কাজের সন্ধানে। কিন্তু আপনি যদি অন্য শহরে কাজে যাওয়ার কথা ভাবেন তাহলে জেনে নিন দেশের কোথায় সব থেকে বেশি বেতন পাওয়া যায়। গড় মাসিক বেতনের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছিল স্ট্যাটিস্টা। গত বছর সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল একটি তালিকা।

সেখানেই উল্লেখ করা হয়েছিল গোটা ভারতে কোথায় গড়ে কত বেতন পাওয়া যায়। তালিকায় প্রথমেই রয়েছে যোগীরাজ্যের নাম। বেতনের নিরিখে সব থেকে বেশি বেতন উত্তরপ্রদেশবাসীর। সেখানে মাসিক গড় বেতন ২০,৭৩০ টাকা। অবাক করে দেওয়া কথা হল এই তালিকায় বাংলা রয়েছে দ্বিতীয় স্থানে। আক্ষেপ করে অনেকের মুখেই বলতে শোনা যায় যে বাংলায় চাকরির অবস্থা ভালো নয়।

কিন্তু তথ্য অনুযায়ী বাংলায় মাসিক গড় মাইনে ২০২১০ টাকা। স্ট্যাটিস্টার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে মাসিক গড় বেতন ২০০১১ টাকা। আমাদের পড়শি রাজ্য বিহার থেকে বহু যুবক-যুবতী অন্য রাজ্যে কাজের সন্ধানে যান। বিহার থেকে বহু মানুষ কাজের সন্ধানে আসেন কলকাতায়। কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিহার গড় বেতনে দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।

এই রাজ্যের মাসিক গড় বেতন ১৯,৯৬০ টাকা। গড় মাসিক মাইনে ১৯,৭৪০ টাকা তালিকায় পঞ্চম স্থানে থাকা রাজস্থানের। একই গড় বেতন হিসাবে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এই তালিকায় রয়েছে সপ্তম স্থানে। এই রাজ্যের গড় মাসিক বেতন ১৯,৬০০ টাকা।

government employees salary

১৯,১৫০ মাসিক গড় বেতন হিসাবে কর্ণাটক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। এ রাজ্য থেকে বহু মানুষ বিভিন্ন কাজের জন্য পাড়ি দেন গুজরাট। তবে গুজরাটের স্থান এই তালিকায় নবম। মোদি রাজ্য গুজরাটে মাসিক গড় বেতন ১৮,৮৮০ টাকা। আমাদের পড়শি রাজ্য উড়িষ্যা এই তালিকায় জায়গা পেয়েছে দশম স্থানে। উড়িষ্যায় মাসিক গড় বেতন ১৮,৭৯০ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর