স্মার্ট ফোনের জন্যই মৃত্যু হয় ৫০% মানুষের বলছে সমীক্ষা!

 

বাংলা হান্ট ডেস্ক : বর্তমান দিনে স্মার্ট ফোন ছাড়া কারোর দিন কাটেই না। বলতে গেলে খাওয়ার না হলেও চলে যাবে, কিন্ত স্মার্ট ফোন ছাড়া নৈব নৈব চ।

সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগে অব্দি স্মার্টফোনে টুকটুক চলতে থাকে আমাদের। তবে এই স্মার্টফোনই নাকি আমাদের একটু একটু করে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে এমনটাই বলছে সমীক্ষা।

kids devices custom 39bceec5198437353e37586de7a5cd4000141894 s800 c85

সম্প্রতি, এক সমীক্ষায় বলা হয়েছে টয়লেটের থেকেও ১০ গুণ বেশি রোগ জীবাণু রয়েছে স্মার্টফোনে। এবং বলা হয়েছে এক তৃতীয়াংশ মানুষ নিজেদের ব্যবহৃত স্মার্ট ফোন পরিষ্কার করেন না। ত্বকের সমস্যার একটি বড় কারণ হলো স্মার্ট ফোন।

স্মার্টফোনের কারণে হতে পারে মারণ রোগ ক্যান্সার। চোখের সমস্যা, মাইগ্রেন, হার্ট অ্যাটাক ইত্যাদি তো রয়েছেই। তাই যতটা সম্ভব নিজের থেকে দূরে রাখার চেষ্টা করুন স্মার্ট ফোনকে। এবং মাঝেসাজে অবশ্যই এটিকে পরিষ্কার করুন।


Udayan Biswas

সম্পর্কিত খবর