নিজের কাজ করুন, নুসরত জাহান ও অমিত মালব্যের মধ্যে শুরু ব্যাপক বাকযুদ্ধ

বাংলাহান্ট ডেস্কঃ এবার তৃণমূলের (TMC) সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কথার তির গিয়ে লাগল বিজেপির মুখপাত্র ও আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malviya) গায়ে। করোনা আতঙ্কের মধ্যেও সবুজ- গেরুয়া সংঘর্ষ অমলিন রয়েছে। কিছুদিন আগেই টিকটিক ভিডিও করা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল নুসরতকে। বিরোধীরা অভিযোগ করেছিল, বসিরহাটের মানুষজন খেতে পাচ্ছে না, আর তাঁদের সাংসদ ভিডিও বানাচ্ছে।

Nusrat Jahan 3

আর এই ঘটনার পরই বিজেপি নেতার অভিযোগের জোরালো জবাব দিলেন নুসরত জাহান। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের একটি বিষয় নিয়ে তৃণমূলের সাংসদ নুসরত জাহান ক্ষিপ্ত হয়ে তাঁকে বললেন, নিজের কাজটা মন দিয়ে করতে।

রাজ্যে ধীরে ধীরে করোনা ভাইরাস আরও ব্যাপক আকার ধারণ করছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা রেড জোনে পরিণত হয়ে গিয়েছে। লকডাউনের মধ্যেও আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। লঘু সংখ্যক মানুষের অসচেতনতার জন্য বিপদের সম্মুখীন হচ্ছেন সমাজের গরিষ্ঠ সংখ্যক মানুষ। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী রাজ্যে মৃতের সংখ্যা ৪৮ এবং আক্রান্তের সংখ্যা ৯৪৩ জন।

রাজ্যের এই সংকটের মধ্যেও কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। সম্প্রতি বিজেপির মুখপাত্র ও আইটি সেলের প্রধান অমিত মালব্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের একটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে এক ট্যুইট করেন। এই ট্যুইটে তিনি অভিযোগ করেন, নিজে ঠিক থাকার জন্য সরকারি কর্মচারীদেরকে বলির পাঁঠা বানাচ্ছে রাজ্য সরকার।

amit malviya

বিজেপি মুখপাত্রের এই অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরত জাহানও এক ট্যুইট করে পাল্টা জবাব দেন। নসরত মন্তব্য করেন, ‘ট্রোল ব্যবহার করে পারস্পরিক দ্বন্দ্ব এবং ফেক নিউজ ছড়ানোর কাজ করুন অমিত মালব্য। আপনি মন দিন নিজের কাজে। আপনার কাজ ছেড়ে প্রশাসনিক ও রাজনৈতিক কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর