ভাইরাল ভিডিও: করোনার জেরে নিজের ছেলেকে জড়িয়ে ধরতে না পেরে কাঁদলেন ডাক্তার

দেশের গবেষকরা করোনার ভাইরাসের বিরুদ্ধে এতদিন ধরে একটা কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে।প্রত্যেকটা দেশে জরুরি পরিষেবাগুলিতে নিযুক্ত চিকিত্সক, নার্স এবং কর্মীদের ধন্যবাদ জানানো উচিৎ, যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাদের জীবন নিয়েও চিন্তা করছেন না।

আর এই মুহূর্তে সৌদি আরবের এক চিকিৎসকের এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা দেখেছি দিন রাত এক করে দেশের সব ডাক্তার এখনো চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

আর এই চরম পরিস্থিতিতেও আমাদের কথা ভেবে নিজেদের কথা না ভেবে কাজ করছেন তাদের জন্য তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছে ভারতের মানুষ এবং ব্রিটেন। ভিডিওতে দেখা গেছে হাসপাতালের কাজ সেরে ওই চিকিৎসক বাড়ি ফিরতেই তাঁর ছোট্ট ছেলে বাবাকে জড়িয়ে ধরতে ছুটে আসে।

কিন্তু তা আর হলো না। করোনা সংক্রমণের ভয়ে ছেলেকে কাছে আসতে বারণ করেন বাবা। নিজের অসহায়তার কথা ভেবে এর পর কান্নায় ভেঙে পড়েন ওই চিকিতসক। নিজের সন্তানের প্রতি কর্তব্য এখন মানুষের সেবার জন্য ফিকে হয়ে গেছে। আর ভিডিও দেখে অনেকেই নিজেদের মধ্যে বেশ আবেগময় হয়ে পড়েছে। তাদের আবেগ ধরে রাখতে পারেনি।

সম্পর্কিত খবর