বাংলাহান্ট ডেস্ক : অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। তাই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন চিকিৎসক। দাবি করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার তাঁর মৌলিক অধিকার। অ্যাকাউন্ট খুলতে হোয়াটসঅ্যাপকে নির্দেশ দেওয়ার কথাও বলেছিলেন আদালতে (Supreme Court)। পালটা ভর্ৎসনা জুটল চিকিৎসকের।
হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা চিকিৎসকের
সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দাখিল করেন রমন কুন্দ্রা নামে এক চিকিৎসক। তাঁর আবেদন ছিল, তাঁর হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপকে যেন নির্দেশ দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট পুনরায় চালু করার। কিন্তু শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।
কী আবেদন মামলাকারীর: গত ১০ অক্টোবর সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলা ওঠে। এদিন মামলাকারীর আইনজীবী বলেন, গত ১৩ সেপ্টেম্বর ওই মহিলা চিকিৎসকের অ্যাকাউন্ট ব্লক করে দেয় হোয়াটসঅ্যাপ। রিভিউ চাওয়া হলে পরদিন হোয়াটসঅ্যাপ জানায়, অ্যাকাউন্ট ব্লকই থাকবে।
আরও পড়ুন : TRP-র অভাবে গল্পে কাঁচি, চ্যানেল বদলে নতুন মেগায় কামব্যাক জনপ্রিয় নায়িকার
কী জানায় আদালত: তারপরেই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দাখিল করেন ওই চিকিৎসক। মামলাকারীর আইনজীবী আরও বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারায় তাঁর মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে। অ্যাকাউন্ট যাতে আনব্লক করে দেওয়া হয় তার জন্য হোয়াটসঅ্যাপকে নির্দেশ দেওয়ার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন চিকিৎসক।
আরও পড়ুন : রুক্মিণী নন, এই মানুষটিকেই সবথেকে বেশি ভয় পান ‘রঘু ডাকাত’ দেব! নামটা শুনলে চমকে যাবেন
এদিন শীর্ষ আদালত বলে, হোয়াটসঅ্যাপ ব্যবহার না করায় কীভাবে তাঁর মৌলিক অধিকার ক্ষুন্ন হয়? হোয়াটসঅ্যাপকে সরিয়ে সম্পূর্ণ এদেশে তৈরি ‘আরাত্তাই এর মতো যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরামর্শও দেয় সুপ্রিম কোর্ট।