বাংলা হান্ট ডেস্ক : এবার আর কোন গ্ৰাম বা মফস্বলে নয়, এবার গাফিলতির চূড়ান্ত ছবি দেখা গেলো মুম্বইয়ের হাসপাতালে (Mumbai)। সোমবার বাণিজ্যনগরীর সিওন হাসপাতালে শোচনীয় মৃত্যু হল ২৬ বছরের এক প্রসূতি এবং তার সদ্যোজাত সন্তানের ।
পেশেন্টের বাড়ির লোকের অভিযোগ, প্রসব যন্ত্রণা শুরু হলে মেয়েটিকে নিয়ে আসা হয় হাসপাতালে। তাকে ভর্তি করা হয় এবং জানানো হয় অপারেশন করা হবে। কিন্তু সেই সময় বৈদ্যুতিক বিভ্রাট ছিল হাসপাতালে। যা হওয়া একেবারেই উচিত নয়। তবে এরপর যা ঘটল তা সত্যিই মর্মান্তিক।
ইলেকট্রিসিটির কোন ব্যাবস্থা না করে সরাসরি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে চলল সি-সেকশনের অস্ত্রোপচার। অবাক হলেও এমনই ঘটেছে এই নামী হাসপাতালে। অস্ত্রোপচার শেষে ভূমিষ্ঠ হয় এক পুত্রসন্তান। জন্মের সময় শিশুটির ওজন ছিল প্রায় ৪ কেজি। তবে শিশুটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় বলে দাবি ডাক্তারদের। এবং এর কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় প্রসূতিরও।
আরও পড়ুন:ভোটে দাঁড়াচ্ছেন না সোনিয়া, রায়বেরলির প্রার্থী রাহুল! আমেঠিতে কী জামাইবাবু? বড় ঘোষণা কংগ্রেসের
মুম্বাইয়ের ভান্ডুপের বাসিন্দা ছিলেন মৃতা শহীদুন্নিসা আনসারি। সন্তান ধারনের পর দীর্ঘদিন ধরে এই হাসপাতালেই চিকিৎসা করান তিনি। নিয়ম মাফিক এখানেই তাই তাকে নিয়ে আসা হয় প্রসব যন্ত্রণা উঠলে। তার আত্মীয়রা জানান হাসপাতাল কর্তৃপক্ষের যথেষ্ট দোষ রয়েছে। তারা কেউ ই হাসাপাতালের রক্ষনাবেক্ষন ঠিক করে করেন না। এরকম চললে সাধারণ মানুষ কোথায় যাবে?
আরও পড়ুন: ‘দফতরে ডেকে বারবার…’, রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় পৌঁছালেন নির্যাতিতা
এই ঘটনার জেরে ভেঙে পড়েছে প্রসূতির পরিবার। এবং তার জেরেই মঙ্গলবার এবং বুধবার তারা সমানে বিক্ষোভ চালিয়ে যান হাসপাতালে এসে। ফলে মারাত্মক উত্তেজনা সৃষ্টি হয়। এবং সেই উত্তেজনা সামাল দিতে প্রশাসনিক দপ্তর-ও হস্তক্ষেপ করে অবশেষে।