বাংলাহান্ট ডেস্কঃ সংকটের এই দুর্দিনেও করোনা যোদ্ধাদের বহু কর্মকান্ডের ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে নেটপাড়ায়। কখনও তারা গানের মাধ্যমে করোনা রোগীদের কিছুটা হলেও মন ভালো করানোর চেষ্টা করেছেন, তো আবার কখনও নাচের মাধ্যমে তাঁদের আনন্দ দিয়েছেন।
করোনা যোদ্ধাদের অস্ত্র পিপিই কিট
সর্বক্ষণ পিপিই কিট (PPE Kit) পরেই তারা করোনা ভাইরাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিন রাত এক করে রোগীদের সেবা করে চলেছেন। এক ফোঁটা বাতাসও যাতে শরীরে প্রবেশ করতে না পারে, সেই ভাবেই তৈরি করা হয় এই করোনার অস্ত্র পিপিই। মাথার চুল থেকে পায়ের তলা পুরোপুরি ঢেকে রাখতে হয় 24×7। অসহ্য গরমকে উপেক্ষা করেই তারা নিজেদের কাজ থেকে বিরত থাকেনি।
ডাক্তারের ‘হ্যায় গর্মি’
সম্প্রতি ডাক্তার দিবসে সমস্ত ডাক্তারদের এই করোনা যুদ্ধে আরও সফল ভাবে এগিয়ে যেতে একটি নাচের ভিডিও শেয়ার করলেন ডাক্তার রিচা নেগি। যেখানে তিনি পিপিই কিট পরেই স্ট্রিট ডান্সার ৩ডি ছবি নোরা ফতেহির সুপারহিট ডান্স নাম্বার ‘গর্মি’র তালে অবলীলায় নৃত্য প্রদর্শন করলেন।
https://www.instagram.com/p/CCFuCv2neOW/?utm_source=ig_embed
ভাইরাল হল ভিডিও
প্রচন্ড গরম সহ্য করেও তাঁর এই নাচের পারফর্মেন্স যেন সেলুলয়েডের তারকাদের হার মানিয়ে দিল। নাচে যে তিনি কতটা দক্ষ, তা তাঁর ইনস্টাগ্রামে নাচের ভিডিও দেখলেই বোঝা যায়। তবে ডাক্তার বলে কি কোন প্রতিভা থাকতে পারে না? রিচার শেয়ার করা এই ভিডিওই বর্তমানে শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।
সঙ্গে ছিল ইতিবাচক থাকার বার্তাও
ইনস্টাগ্রামে শেয়ার করার পাশাপাশি এই ভিডিওটি নোরা ফতেহি ও বরুণ ধাওয়ানকে ট্যগা করেছেন রিচা। পাশাপাশি তিনি লিখেছেন, ‘আমরা যদি নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও ইতিবাচক থাকতে পারি, রোগীরা এবং আপনারাও ইতিবাচক থাকতে পারবেন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আমার এই প্রিয় গানে উজ্জ্বল পিপিই কিট পোশাক পরে নাচ করতে পেরে যেন আরও ভাল লাগছে। তাই আর ভিডিও না করে পারলাম না।’