ভয়ঙ্কর পরিস্থিতি: স্পেনে বাঁচার আশা থাকলেই তবেই করা হচ্ছে চিকিৎসা

শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। ইতিমধ্যেই প্রান গিয়েছে ৫ হাজার মানুষের। আর এই পরিস্থিতিতে হাজার হাজার আক্রান্ত মানুষকে ন্যূনতম চিকিৎসা দিতে পারছে না স্পেনের সরকার।

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

Context.png55989439 5E40 44A3 9D04 DE43779DEE8EDefaultHQ

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে।

ইতিমধ্যেই স্পেনে অন্তত ১০ হাজার চিকিৎসা কর্মী এই মারক ব্যাধিতে আক্রান্ত। তারা কোরোনায় সংক্রামিত হয়েছে। রোগীদের উপযুক্ত চিকিৎসা দিতে না পারায় ভেঙ্গে পড়ছেন চিকিৎসকরাও। কারণ এই খারাপ পরিস্থিতিতে স্পেনের চিকিৎসকরা জানিয়েছে যাঁদের আরও অন্তত ২ বছর বাচার সম্ভাবনা আছে এবং সমাজের জন্য যারা বেশি প্রয়োজনীয়।  একমাত্র তাদের চিকিৎসা দিতে রাজি আছে   স্পেনের চিকিৎসক।


সম্পর্কিত খবর