বাংলাহান্ট ডেস্কঃ মূল্যবৃদ্ধিকে ইস্যু করে, বুধবার কেন্দ্র সরকারকে আরও একবার নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। তাঁর দাবী, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে পড়েছে দেশবাসী। আর এই মূল্যবৃদ্ধি প্রতিনিয়ত আঘাত হানছে জনসাধারণের উপর।
তাঁর কথায়, ‘গাড়ির জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে, সরাসরি তার প্রভাব জনতার উপর পড়ে। দ্বিতীয়ত, জ্বলানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যবস্থাও ব্যয়বহুল হয়ে পড়েছে এবং এর ফলে জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে’।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘নোটবন্দির সুবিধা পেয়েছেন শুধুমাত্র মোদী জির ৪-৫ জন শিল্পপতি বন্ধুরা। বলা হয় যে দেশের জিডিপি বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে বাড়ছে গ্যাস, ডিজেল এবং পেট্রলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত কমতে থাকলেও, আমাদের দেশে তা বড়ছে’।
জনগণের কন্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। তাঁর দাবী, ‘সংসদে এই বিষয়ে কোন আলোচনা করতে দিচ্ছে না। যার ফলে মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যাচ্ছে। কৃষক থেকে শুরু করে শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেতনভোগী শ্রেণী, সরকারী কর্মচারী এবং সৎ শিল্পপতি সকলেরই নোটবন্দি হয়েছে। কিন্তু এতে সুবিধা পেয়েছেন শুধুমাত্র মোদী জির ৪-৫ জন শিল্পপতি বন্ধু’।
কেন্দ্র সরকারের কাছে রাহুল গান্ধী প্রশ্ন রেখেছেন, ‘২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাবদ যে ২৩ লক্ষ কোটি টাকা উপার্জন করেছে কেন্দ্র সরকার, তা কোথায় গেল? তখন এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০ টাকা। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ টাকা। তাহলে সেই অতিরিক্ত অর্থ গুলো কোথায় গেল?’
রাহুল গান্ধীর মন্তব্যের পালটা জবাবে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘দুর্নীতি ও ভুল নীতির কারণে কংগ্রেসকে মানুষ আর পছন্দ করছে না। সেই সময় সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, আর এই সময় রাহুল গান্ধী মানুষের মধ্যে ভুল ছড়াচ্ছেন। হয়ত নোট বন্দির সময় তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, সেই কারণে তা এখনও ভুলতে পারছেন না’।