কোহলির নতুন টুইটে আলোড়ন! বড় সত্যি ফাঁস করলেন প্রাক্তন ভারত অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটারদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। শুধুমাত্র বিসিসিআই বা নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে নয়, মাঠের বাইরে সোশ্যাল মিডিয়া থেকেও একটা বিরাট অংকের টাকা রোজগার করেন তিনি। ‘হপার এইচকিউ’-এর একটি রিপোর্টের দাবি করা হয়েছিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনও প্রমোশনাল পোস্ট করতে বিরাট কোহলি সেই সংস্থার কাছ থেকে ১১.৪৫ কোটি টাকা নিয়ে থাকেন।

বিরাট কি বলছেন?
কিন্তু বিরাট কোহলি এই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন সম্প্রতি। টুইটারে একটি পোস্ট করে বিরাট কোহলি জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া রোজগার সম্পর্কে যে তথ্যটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি একেবারেই সত্যি নয়। যদিও বিরাট কোহলি নিজে জানেননি যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে ঠিক কত টাকা রোজগার করে থাকেন।

ইনস্টাগ্রাম থেকে রোজগারে শীর্ষে কে?
যদিও ইনস্টাগ্রাম থেকে রোজকারের ব্যাপারে শীর্ষ ২০ ব্যক্তিত্বর দিক দিয়ে বিরাট কোহলি একমাত্র এশিয়ান ক্রীড়াবিদ যিনি এই তালিকায় উপস্থিত রয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন আল নাসের ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রজন্মের তথা বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার একটি প্রোমোশনাল পোস্ট করতে ২৬ কোটি টাকারও বেশি নিয়ে থাকেন। তারপরেই রয়েছেন এই প্রজন্ম তথা বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেক অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি যিনি পোস্ট প্রতি ২১ কোটি টাকার বেশি নিয়ে থাকে।

কবে মাঠে ফিরবেন বিরাট:
বিরাট কোহলি শেষবার ঠিকঠাক মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে হওয়া টেস্ট সিরিজের যেখানে ব্যাট হাতে ভালোই ছন্দে ছিলেন তিনি। ওডিআই সিরিজের দলে থাকলেও ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়নি তাকে। ফির একবার এশিয়া কাপের মঞ্চে প্রত্যাবর্তন করবেন তিনি।

আরও পড়ুন: কোহলির নাম শুনেই ক্ষেপে উঠলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে মাথা ব্যাথা বাড়লো BCCI-এর

ঘরের মাটিতে আয়োজিত হতে চলা আসন্ন বিশ্বকাপেও ভারতের সবচেয়ে বড় ভরসা যে কোহলিই সেটা আরও একবার বুঝতে পারা যাচ্ছে। ভারতীয় দলের বাকি ব্যাটারদের মধ্যে ওডিআই তে খুব কম ক্রিকেটেরই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন। ভারতকে নিজেদের তৃতীয় ওডিআই বিশ্বকাপ জিততে হলে বিরাট কোহলির নিজের সেরা ছন্দে থাকাটা অত্যন্ত দরকার।।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর