সিংহের ওপর কুকুরের হামলা অবাক নেট দুনিয়া : ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দা  কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে অবাক সবাই। এই ভিডিও এর মধ্যেই ব্যপকভাবে ভাইরাল হয়েছে।

https://twitter.com/susantananda3/status/1237728153147035648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1237728153147035648&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Faaj-focus-e%2Fdog-attacks-two-lions-in-jungle-video-viral-675022

 

ভাবছেন এমন কি আছে এই ভিডিওতে? ভাবুন তো যদি বলি একটি কুকুর সিংহকে ভয় দেখাচ্ছে তবে কেমন লাগবে? অবাক লাগলো তো? জানতাম লাগবেই… কারন এই ভিডিওতে একটি কুকুরকে দেখে তার ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে এক নয় দুটি সিংহকে।  জঙ্গলে বিশ্রাম নেওয়ার সময় দুটি সিংহ হঠাত একটি কুকুর দেখে তার ওপর আক্রমন করে বসে। কিন্তু  কুকুরও কম যায় না।

সেও উচ্চস্বরে ডাক ছাড়তে ছাড়তে এগিয়ে এসে সিংহ দুটিকে ভয় দেখানোর চেষ্টা করে। চেসটায় সফল না হলেও সিংহ জুটিকে পাল্টা আক্রমণের চেষ্টা করে কুকুরটি। য়ার এই ভিডিও আপাতত শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ওই যে কথায় বলে না দম থাকলে সব করা যায় ব্যপারটা এরকমই। ১১ মার্চ ভিডিওটি শেয়ার হোয়ার পর থেকেই তা সবার নজড় কেড়েছে।

সম্পর্কিত খবর