বাংলা হান্ট ডেস্ক : রাস্তার সবথেকে বেশি দাপট কাদের অবশ্যই পথ কুকুরদের (Dogs)। গোদা বাংলায় নেড়ি কুকুরদের। অলিতে, গলিতে, পাড়ার মোড়ে, সর্বত্রই তাদের দাপট। লেজ নাড়িয়ে নাড়িয়ে সর্বক্ষণ ঘুরে বেড়ায় তারা। আবার কেউ বিপদে পড়লে তারাই সবার আগে ছুটে আসে। বিপদের অন্যতম রক্ষক এই কুকুররা (Dogs)। মনে রাখবেন কুকুর (Dogs) যদি একবার পোষ মানে তাদের মত মায়িক কেউ হয় না। মালিকের সাথে কখনোই বিশ্বাস ঘাতকতা করার মতো ভুল করে না।
কুকুর (Dogs) তাড়াতে নীল জলের কাজ কি?
কিন্তু আবার মাঝে মধ্যে কুকুরদের উৎপাতে পাড়ায় বেরোনো দুষ্কর হয়ে পড়ে। আর তখন এই কুকুরদের হাত থেকে বাঁচতে মানুষেরা একটি বিশেষ পথ অবলম্বন করেন। সেটা হচ্ছে নীল জল। বেশিরভাগ মানুষের বাড়িতে, অলিতে, গলিতে এই অদ্ভূত জিনিস দেখতে পাওয়া যায়। তবে বর্তমানেই নয় বহু বছর আগে থেকেই এই বিষয়টি দেখা যাচ্ছে।
সকলের মতে, এই নীল জলের বোতল ঝোলানো হয় কুকুরদের ভয় দেখানোর জন্য। এমনকি কুকুরদের বাড়ির ধারে কাছে ঘেঁষতে না দেওয়ার জন্য এই পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ এতে কি কোনোলাভ হয়? নাকি পুরোটাই ভাঁওতা।
আরও পড়ুন : বিশ্বে এই প্রথমবার! শুধু একটি স্যুইচ টিপেই নিজের জীবন শেষ করে দিলেন প্রৌঢ়া! আসল কেসটা কী?
- নীল বোতল ঝোলালে আদৌ কুকুরেরা ভয় পায় কি?
বিজ্ঞানীদের মতে, নীল জল হোক কিংবা লাল জল কোন জলকেই ভয় পায় না কুকুর। এমনকি এই জলের সঙ্গে কুকুরদের কোন সম্পর্ক পর্যন্ত নেই। জলের বোতল ঝুলালে তাতে কোন লাভের লাভ হয় না এমনটাই বলছেন বিজ্ঞানীরা। কারণ হচ্ছে কুকুরদের চোখের গঠন এমনই যে এরা রং আলাদাভাবে চিনতে পারেনা। কোনটা লাল কোনটা নীল কোনটা হলুদ কোন কিছুরই পার্থক্য বোঝে না এই অবলা পশুগুলি। বিজ্ঞানীদের ভাষায় কুকুরদের কালার ব্লাইন্ড বলা হয়।
তাই এই জলের সঙ্গে কুকুরদের কোন সম্পর্ক আদতেও খুঁজে পাননি বিজ্ঞানীরা। তাইতো নীল লাল যত রকমই জলের বোতলে ঝুলানো হোক না কেন তাতেও ডোন্ট কেয়ার ভাবে ঘুরে বেড়ায় তারা। এমনকি বহাল তবিয়তে রাস্তায় চেঁচামেচিও করতে দেখা যায়। তারপরও মানুষ যেনো এই নীল জলেই বিশ্বাসী। কুকুর তাড়ানোর জন্য নীল জল ঝোলানোর এক প্রকার ট্রেন্ড চালু হয়ে গিয়েছে বলা যেতে পারে