না চিনেই বিল গেটসকে খাইয়েছেন চা! ডলি যা বললেন জানার পর চোখ কপালে উঠবে

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা মাইক্রোসফটের (Microsoft) সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের (Bill Gates) কারণে তিনি উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, বিগত কয়েকদিনে তাঁকে ঘিরে লেখা হয়েছে বহু খবরের শিরোনামও। কিন্তু, তিনিই এবার এমন একটি বিষয়ে জানালেন যেটি জানার পর রীতিমতো চোখ কপালে উঠবে। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা নাগপুরের বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়েওয়ালা (Dolly Chaiwala) সম্পর্কেই বলছি। যিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) অত্যন্ত জনপ্রিয়।

সম্প্রতি তাঁর কাছ থেকেই চা খেতে দেখা যায় বর্ষীয়ান ধনকুবের বিল গেটসকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিল গেটস এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। যেটি তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এবার সেই অভিজ্ঞতার বিষয়ে কথা বলতে গিয়ে ডলি জানালেন তিনি চিনতেনই না বিল গেটসকে! এমনকি তাঁর সম্পর্কে কিছু জানতেনও না তিনি।

   

 

View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)

কি জানিয়েছেন ডলি চায়েওয়ালা: এই প্রসঙ্গে ডলি চায়েওয়ালা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অবলীলায় জানান, তিনি ওইদিন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে না চিনেই তাঁকে চা খাইয়েছেন। তাঁর মতে, “আমি জানতামই না উনি কে। ভেবেছিলাম বিদেশি কোনো ব্যক্তি এসেছেন। তাই আমি ওঁকে অ্যাপায়ন করে চা খাওয়ালাম। কিন্তু, পরের দিন যখন আমি নাগপুরে ফিরলাম তখন আমি জানতে পারলাম আমি সেদিন কাকে চা খাইয়েছি!”

আরও পড়ুন: ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শেষ হলেই অবসর নেবেন ভারতের এই দুই তারকা খেলোয়াড়? তুঙ্গে জল্পনা

এর পাশাপাশি তিনি আরও বলেন যে, “আমাদের মধ্যে একদমই কথা হয়নি। উনি (বিল গেটস) আমার পাশেই দাঁড়িয়েছিলেন। আর আমি আমার চা বানানোর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর তিনি আমার বানানো চা খেয়ে বলেন, ‘বাহ সত্যিই দারুণ। ডলির চা।'”

আরও পড়ুন: আসতে চলেছে বড় লগ্নি? ভারত সফরে এসে মোদীর সাথে সাক্ষাৎ বিল গেটসের, হল AI নিয়ে আলোচনা

ডলি চায়েওয়ালা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বর্তমানের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে ডলি চায়েওয়ালা অত্যন্ত জনপ্রিয়। তাঁর সম্পর্কিত প্রতিটি ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে। তিনি মূলত নাগপুরের একজন চা বিক্রেতা। তাঁর চা তৈরির অনবদ্য স্টাইল আকৃষ্ট করে সবাইকে। এদিকে জনপ্রিয় হওয়ার সুবাদে তাঁর হাতে বানানো চায়ের মজা নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান। ডলি জানিয়েছেন, “আমি এই ধরণটা আয়ত্ত করেছি। দক্ষিণী ছবির থেকেই এই ভাবনাটা আমি ধার করেছি। আমি খুব দক্ষিণী ছবি দেখি।” এদিকে, না জেনেই বিল গেটসকে চা খাওয়ানোর পর এবার ডলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চা খাওয়াতে চান বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর