একযুগ অতিক্রান্ত, জমিজটে এখনও স্তব্ধ বিষ্ণুপুর রেলওয়ে আন্ডার পাশের কাজ! ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে ফের একবার বিষ্ফোরক সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এবার বিষ্ণুপুর আন্ডারপাস (Underpass) নিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করালেন বিষ্ণুপুরের সাংসদ (Bishnupur MP)। সৌমিত্র খাঁ (Saumitra Khan) জানিয়েছেন, রাজ্যের শাসকদলের অসহযোগিতার কারণেই আজও বন্ধ হয়ে আছে বিষ্ণুপুর হলদিয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেটের কাজ।

এইদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন সৌমিত্র খাঁ। যাতে তিনি বলেছেন, ‘২০২১-২২ সালে NHAI কর্তৃপক্ষ শিল্প প্রবেশ এবং হলদিয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং PH-59-এর পরিবর্তে NH-41-এ একটি ROB নির্মাণকাজ চালু করেছিল। কিন্তু রেলওয়ে তা সম্পূর্ণ করতে সক্ষম হয়নি।

   

মূলত পথচারী এবং ছোট যানবাহন চালকদের আন্দোলনের কারণেই বন্ধ হয়ে যায় এই কাজ। এখন পথচারীদের যাতায়াতের জন্য র‌্যাম্প সহ সাবওয়ে বা FOB নির্মাণ করা হলে এই সমস্যার স্থায়ী সমাধান মিলতে পারে বলে মনে করছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। এইদিন সৌমিত্র সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি বিজ্ঞপ্তিও পোস্ট করেছেন।

আরও পড়ুন : ইস্তফা দিয়েই বিস্ফোরক কুণাল! তৃণমূলের হেভিওয়েট সাংসদকে তুলনা করলেন শাহজাহানের সঙ্গে

এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘ROB নির্মাণের পাশাপাশি, MORTH/NHAI রেলওয়ের লেভেল ক্রসিং বন্ধ করার সুবিধার্থে রেলপথের উপর দিয়ে পথচারী এবং যানবাহন চলাচলের সুবিধার্থে একটি সাবওয়ে নির্মাণ করবে। রেলওয়ের অংশের মধ্যে সাবওয়ে নির্মাণ রেলওয়ের তত্ত্বাবধানে করা উচিত কোনো তদারকি চার্জ ছাড়াই। সাবওয়ে সম্ভব না হলে, র‌্যাম্প সহ উপযুক্ত FOB প্রদান করা উচিত।’

আরও পড়ুন : ED-র পর সরকারি আধিকারিক! তৃণমূল নেতার বেআইনি বালিঘাটে হানা দেওয়াই হল কাল

soumitra khan 1

প্রসঙ্গত উল্লেখ্য, সাউথ ইস্টার্ন রেলওয়ে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল ২০২২ সালের ৪ জুলাই। সেটিই নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ক্যাপশনে শাসকদলকে নিশানা করে তিনি লিখেছেন, ‘বিষ্ণুপুর রেলওয়ে আন্ডার পাশের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে ২০২২ সালে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছিল কিন্তু তোলামূল সরকার আজও পর্যন্ত তার অনুমতি দিতে পারল না। লজ্জা লাগা দরকার সেই সকল ব্যক্তিদের যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি মারছেন।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর