ইস্তফা দিয়েই বিস্ফোরক কুণাল! তৃণমূলের হেভিওয়েট সাংসদকে তুলনা করলেন শাহজাহানের সঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পূর্বমুহূর্তে সবচেয়ে বড় বোমাটা বোধহয় তিনিই ফাটিয়েছেন। বিগত কয়েকদিন ধরেই দলবদলের পালা তো চলছিলই। তবে কেউ কি ভাবতে পেরেছিল যে, কুণাল ঘোষ (Kunal Ghosh) তৃণমূল থেকে ইস্তফা দেবেন। ইস্তফা দিতেই বড়সব বোমা ফাটালেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। বললেন, ‘সুদীপদা একটা বড় সাইজের শাহাজাহান’!

কুণাল ঘোষ বলেন, ‘সব ফুল রেখে চলে। বিজেপির লোক, বিজেপির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) রোজভ্যালি কেস থেকে বাঁচিয়ে রেখেছে মোদী সরকার’। ভোটের মুখে কুণাল ঘোষের ইস্তফা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। কেন এই পদক্ষেপ? জবাবে জানিয়েছেন, এতবড় একটা দলে তিনি নাকি ভীষণ বেমানান। অভিমানের সুরে ঝরে পড়ছে কুণালের গলায়।

ইস্তফা দেওয়ার পর এক একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেন, ‘আমি কারণ এইভাবে বলতে চাই না। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সামান্য সৈনিক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আমি সাংগঠনিকভাবে রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র। কোথাও একটা মনে হচ্ছে, বেমানান হয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: ED-র পর সরকারি আধিকারিক! তৃণমূল নেতার বেআইনি বালিঘাটে হানা দেওয়াই হল কাল

তবে এ তো গেল অভিমানের কথা। এরপরেই সোজা আক্রমণ করে বসলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কুণালের মতে, ‘উত্তর কলকাতায় বিজেপির ২টো প্রার্থী। একটা পদ্মফুলে, একটা জোড়াফুলে। ফলে ওখানে বিজেপি হারাতে ঠিক কীভাবে ল়ড়াই করতে হবে, না হবে, আমাদের একটু বিভ্রান্তি আছে। সন্দেশখালিতে শাহাজাহান ধরা পড়ে থাকে, আজকে বলা হচ্ছে আমরা জানতাম না। উত্তর কলকাতায় সুদীপটা একটা বড় সাইজের শাহাজাহান।

আরও পড়ুন : কোটির গাড়ি, নোটের পাহাড়! আয়কর বিভাগের তল্লাশিতে মিলল কুবেরের ধন! হুলস্থূল কাণ্ড শহরে

এখানেই থেমে থাকেননি তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মোদীর অন্ধভক্তও বলেন তিনি। তার কথায়, সুদীপ কোনোদিনই বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করার সাহস দেখাবেননা। এমনকি তিনি এটাও বলেন যে, সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি সারা বছর দলের কাজে থাকেননা, তাকে কেবল ভোটের আগেই দেখা যায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর