বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগে আরজিকর কান্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বাংলার আইকন তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আর এবার এই একই বিষয়ে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) করা একটি মন্তব্য এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আরজিকর কান্ড নিয়ে করা মন্তব্যের জেরে এবার নেটিজেনদের রোষের মুখে সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলি (Dona Ganguly)।
বিতর্কিত মন্তব্যের সাফাই দিলেন ডোনা গাঙ্গুলি (Dona Ganguly)
ক’দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ডোনা (Dona Ganguly) বলছেন ‘রেপ টেপ সব জায়গাতেই হয়’। ডোনা নিজে একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। আর তাঁর মুখে এমন কথা শুনে চারিদিকে একেবারে ছি ছি পড়ে গিয়েছে। এরই মধ্যে মঙ্গলবার নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই বিতর্কিত মন্তব্যের ভিডিও থেকে স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্ট করেছেন ডোনা।
সেই সোশ্যাল মিডিয়া পোস্টে ডোনা লিখেছেন, ‘আমি ডোনা গাঙ্গুলি। প্রথমত একজন মহিলা এবং একজন মেয়ের মা। আমি পাগল নই যে আমি ধর্ষণকে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ করেছি। আমি বলেছি আমি নাচের প্রোগ্রামে অংশ নিতে পেরে খুশি। যদি মহিলা সাংবাদিক আমার কথার ভুল অর্থ বের করেন, তাহলে আমরা কী ভাবে একটা আদর্শ সমাজ গড়ব? যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। এটা সত্যিই খুব দুঃখের। একজন মহিলাকে ছোট করে যদি আপনি খুশি হন, তাহলে আমিও মনে করি আপনারও মানসিক চিকিৎসার প্রয়োজন।’
আরও পড়ুন : এখন থেকেই ছেলেকে ‘ঠিক-ভুল’ শেখাচ্ছেন শুভশ্রী! ইউভানের প্রশংসায় পঞ্চমুখ দর্শক
প্রসঙ্গত এদিন ডোনা গাঙ্গুলি যে স্ক্রিনশট শেয়ার করে ছিলেন সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সাংবাদিক ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সেই তো খুবই খুশি হওয়ার মতোই ব্যাপার। কিন্তু আসল ব্যাপারটা হল Who is this মহিলা? থাকে কোথায়? খায় কী? মাথায় কিছু নেই না হয়, কিন্তু মনে?’
প্রসঙ্গত ঘটনার সূত্রপাত একটি নাচের অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর কান্ড নিয়ে ডোনা গাঙ্গুলির করা মন্তব্য ঘিরে। এদিন ও ক্যামেরা ডোনা সটান বলে বসেন, ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এটা তো আমাদের গর্ব বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে’।