বাংলা হান্ট ডেস্ক: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! সোশ্যাল মিডিয়ায় এমনটাই খবর দিলেন তাঁর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Junior)। বুধবার সন্ধে ৬টা নাগাদ এক্স হ্যান্ডলে একটি টুইট দেখা যায়। যেখানে জুনিয়র ট্রাম্প লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, আমার বাবা ডোনাল্ড ট্রাম্প প্রয়াত হয়েছেন। আমি আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই করব।’
আর এরপরই শোরগোল পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই প্রায় দেড় লক্ষ মানুষ ওই টুইটটি দেখেন। অনেকেই বিশ্বাস করেন যে সত্যি সত্যিই হয়তো এমন ঘটনা ঘটেছে। তবে অনেক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেন এটি আদৌ সত্যি খবর কিনা। কারণ ২০২৪ সালে ভোটে লড়ার খবর বাবার মৃত্যু সংবাদের সঙ্গে কোনও ছেলে দিতে পারেন কিনা অনেকেরই তা নিয়ে সন্দেহ হয়েছিল।
এদিকে এই টুইট প্রকাশ্যে আসার পরই নানা মার্কিন সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় জুনিয়ার ট্রাম্পের সঙ্গে। এরপরই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র-এর এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। আর সেই হ্যাক (Hack) হওয়া অ্যাকাউন্ট থেকেই একগাদা টুইট করা হচ্ছে। যার একটিতে দাবি করা হয়, প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত গিয়েছেন। কিন্তু এসব পুরোটাই ভুয়ো। বহাল তবিয়তেই রয়েছেন তিনি।
উল্লেখ্য, বিতর্ক আর ট্রাম্প সর্বদাই সমার্থক। প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন দুর্নীতির মামলা থেকে শুরু করে পর্ন তারকার (Porn Star) সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। এদিকে আগামী ২০২৪-এর নির্বাচনে আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। আর তার আগে তার মৃত্যুর ভুয়ো খবর রটে গেল। পরে অবশ্য ওই অ্যাকাউন্ট থেকে টুইটগুলি মুছে ফেলা হয়েছে।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই