যেতে যেতেও চীনকে বড় ঝটকা দিলেন ডোনাল্ড ট্রাম্প, বড়সড় ক্ষতির মুখে জিনপিং সরকার

বাংলাহান্ট ডেস্কঃ হোয়াইট হাউস ছাড়ার সময় এসেছে মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (donald trump)। কিন্তু যেতে যেতেও চীনকে (china) বড় ঝটকা দিয়ে গেলেন ট্রাম্প। করোনা ভাইরাস প্রসঙ্গে প্রথম থেকেই আর সকল দেশের মতই চীনকে দোষারোপ করে এসেছে আমেরিকা।

মহামারি করোনা ভাইরাসের প্রকোপে সর্বাধিক ক্ষতি হয়েছে আমেরিকায়। প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। একটা সময় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল সুপার পাওয়ার আমেরিকা। সেই কারণেপ্রথম থেকেই চীন প্রধান জিনপিংকে এই মহামারি রোগের জন্য দায়ি করে এসেছেন প্রাক্তন মার্কিন প্রধান ডোনাল্ড ট্রাম্প।

2428 2

বহুবার প্রকাশ্যে চীনকে হুমকি দেওয়ার পর এবার এক জোর ঝটকা দিলেন মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন নির্বাচনে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন জো বিডেন। এবার থেকে আর ডোনাল্ড ট্রাম্প নয়, মার্কিন সম্রাটের সিংহাসনে বসবেন জো বিডেন। হোয়াইট হাউসও থাকবে তাঁরই দখলে। এবার ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের।

donaldtrumpwhistleblower 2

ক্ষমতা ছেড়ে যেতে যেতেও চীনকে চাপে রাখতে এক বড় পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প চীনের বৃহত্তম প্রসেসর চিপ প্রস্তুতকারক এসএমআইসি এবং তেল জায়ান্ট CNOOC সহ চারটি চীনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসাবে দেখালেন, এই সকল চীনা কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত রয়েছে চাইনিজ সেনারা। সেই কারণেই এই সকল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতির ক্ষমতা থেকে সরে গেলেও, চীনের প্রতি যে তাঁর নজর সরেনি, যেতে যেতেও সেকথা আরও একবার প্রমাণ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর